দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে হুইস্কি ও বিয়ার উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় হুইস্কি, ৫০ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিন উপজেলার বিভিন্ন সীমান্তে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্য অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করেন। তবে মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।বিজিবি জানায়, দুপুর ১২টার দিকে আখাউড়া উপজেলার শিবনগর সীমান্ত এলাকায় হাবিলদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ২৪ বোতল বিয়ার উদ্ধার করে।অন্যদিকে বিকেল সাড়ে ৪টায় কসবা উপজেলার পাথারিয়াদার সীমান্ত এলাকায় চন্ডিদ্বার বর্ডার আউটপোস্টের (বিওপি) হাবিলদার মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে বিজিবির আরেকটি দল অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেন। এছাড়া বিকেল ৫টায় বিজয়নগর উপজেলার কালাছড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিষ্ণুপুর বিওপির একটি টহল দল ২৪ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করে।১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সীমান্তের মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সার্বক্ষণিক তৎপর রয়েছে।আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর

Advertisement