ক্যাম্পাস

শাবি শিক্ষক সমিতির সভাপতি সামসুল, সম্পাদক মহিবুল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী সমর্থিত মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের প্যানেল সামসুল আলম-মহিবুল আলম পরিষদ সভাপতি-সম্পাদকসহ ১১টি পদের ৬টিতেই জয়লাভ করেছে।অপর দিকে বিএনপি-জামায়াত সমর্থিত মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষকদের প্যানেল সাজেদুল করিম-নিজাম উদ্দিন পরিষদ থেকে সহসভাপতিসহ দুইজন জয়লাভ করেছেন।অন্যদিকে আওয়ামী-বাম সমর্থিত মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষদের প্যানেল রাশেদ তালুকদার-আমিনা পারভিন পরিষদ থেকে কোষাধ্যক্ষসহ তিনজন জয়লাভ করেছেন।সোমবার রাত সাড়ে ১১টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. তাজ উদ্দিন। মোট ৪৮৮ জন ভোটারের মধ্যে ৩৫৯ জন ভোটার ভোট প্রদান করেন।নির্বাচন কমিশনার জানান, সামসুল আলম-মহিবুল আলম পরিষদ থেকে সভাপতি পদে রসায়ন বিভাগের অধ্যাপক সৈয়দ সামসুল আলম ১৩০ ভোট, সাধারণ সম্পাদক পদে কেমিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মহিবুল আলম ১৩২ ভোট, যুগ্ম-সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের আল আমিন রাব্বি ১২৭ ভোট এবং সদস্য পদে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী ১৩৮ ভোট, রসায়ন বিভাগের অধ্যাপক ড. দ্বীপেন দেবনাথ ১৩৬ ভোট, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এ.টি.এম শহীদুল হক মজুমদার ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।সাজেদুল করিম-নিজাম উদ্দিন পরিষদ থেকে সহসভাপতি পদে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক ১৩৪ ভোট এবং সদস্য পদে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।রাশেদ তালুকদার-আমিনা পারভিন পরিষদ থেকে কোষাধ্যক্ষ পদে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমদ ১৪১ ভোট এবং সদস্য পদে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম ১২৭ভোট, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড.এস.এম.হাসান জাকিরুল ইসলাম ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।আব্দুল্লাহ আল মনসুর/বিএ

Advertisement