তথ্যপ্রযুক্তি

মোবাইল ব্যবহারকারী বাড়ছে গাণিতিক হারে

দেশে মোবাইল ব্যবহারকারী সংখ্যা ১৩ কোটি ৩৭ লাখ ২০ হাজার বলে জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি)। সোমবার কমিশন সূত্র জানিয়েছে, বর্তমানে দেশের বৃহৎ মোবাইল অপারেটর গ্রামীণফোন ৫ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার গ্রাহক নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে।আর ৩ কোটি ২৮ লাখ ৬৫ হাজার গ্রাহক নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলালিংক। রবির গ্রাহক দুই কোটি ৮৩ লাখ ১৭ হাজার। এয়ারটেলের গ্রাহক এক কোটি ৭ লাখ ১০ হাজার। সিটিসেলের গ্রাহক ১০ লাখ ৭ হাজার এবং রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটকের রয়েছে ৪১ লাখ ৪৩ হাজার গ্রাহক।টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) দেয়া মোবাইল ফোন অপারেটরদের তথ্যের ভিত্তিতে সংস্থাটি সিমের এ সংখ্যা প্রকাশ করেছে। এ পরিসংখ্যান অনুযায়ী দেশের জনসংখ্যা ১৬ কোটি ধরলে প্যানিট্রেশন হওয়ার কথা ৭১ শতাংশের উপরে।এছাড়া দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার। ওয়াইম্যাক্স গ্রাহক এক কোটি ৪৮ লাখ।উল্লেখ্য, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) দেয়া তথ্য মতে, দেশের সব মোবাইল অপারেটরের গ্রাহক সংখ্যা বাড়লেও কেবল সিটিসেলের গ্রাহক সংখ্যা কমছে।আরএম/বিএ

Advertisement