বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আগের দিনের তুলনায় মৃত্যু কমলেও বেড়েছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ২ হাজার ৬৫৫ জনের মৃত্যু ও সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ২৩৩ জন। আগের দিনের তুলনায় মৃত্যু দুইশোর মতো কমলেও একদিনের ব্যবধানে ত্রিশ হাজারের মতো বেড়েছে শনাক্ত।
Advertisement
এ নিয়ে বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস শুরু ওপর থেকে এক পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৫৩ হাজার ৮২ জনে আর মোট শনাক্ত বেড়ে হয়েছে ৫১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ১৫ জন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল, ইতালি, রাশিয়া ও ফ্রান্সের মতো দেশগুলো।
Advertisement
জার্মানিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৩ জন এবং মারা গেছেন ২৪৫ জন। দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার ২৪২ জন শনাক্ত এবং ১ লাখ ৩৫ হাজার ৩৬৯ জন মারা গেছেন।
যুক্তরাজ্য গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩০৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ২০ লাখ ১১ হাজার ৯২০ জন এবং মারা গেছেন ১ লাখ ৭৪ হাজার ৪৪৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫৫ হাজার ৬ জন এবং মারা গেছেন ৩০৩ জন। দেশটিতে এ পর্যন্ত মোট সংক্রমিত ৮ কোটি ২৮ লাখ ৭২ হাজার ৮৯২ জন এবং মারা গেছেন ১০ লাখ ১৯ হাজার ৭২৫ জন।
গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে সংক্রমিত ৬৭ হাজার ৭১১ জন এবং মারা গেছেন ১৫২ জন। এ নিয়ে দেশটিতে মোট সংক্রমিত ২ কোটি ৮৪ লাখ ৮৩ হাজার ১২৪ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ৫৭৯ জন।
Advertisement
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৭০৫ জন এবং মারা গেছেন ১৬৩ জন। দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৮১ লাখ ৫৯ হাজার ৬০০ জন এবং মারা গেছেন ৩ লাখ ৭৫ হাজার ৪০০ জন।
পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ায় গত একদিনে সংক্রমিত হয়েছেন ৭৬ হাজার ৭৬১ জন এবং মারা গেছেন ১৪১ জন। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৭০ লাখ ৮৬ হাজার ৬২৬ জন সংক্রমিত এবং মারা গেছেন ২২ হাজার ৪৬৬ জন।
জাপানে গত একদিনে সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ২৫৮ জন এবং মারা গেছেন ৫৮ জন। একইসময়ে থাইল্যান্ডে শনাক্ত ১৪ হাজার ৮৮৭ জন এবং মারা গেছেন ১২৫ জন।
শনাক্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৯৪৩ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৩ লাখ ৯৯ হাজার ৪ জন এবং ৬ লাখ ৬৩ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে।
শনাক্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর সংখ্যার তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭৪৬ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৪১২ জন এবং মারা গেছেন ৫ লাখ ২৩ হাজার ৬৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৩৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৪ হাজার ১৭৩ জনের।
এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে গত ২৪ ঘণ্টায় তুরস্কে সংক্রমিত ২ হাজার ৪৭৯ জন এবং মারা গেছেন ১৬ জন; ইতালিতে সংক্রমিত ৮৭ হাজার ৯৪০ জন এবং মারা গেছেন ১৮৬ জন; গ্রিসে সংক্রমিত ১১ হাজার ৪৮৭ জন এবং মারা গেছেন ৪৬ জন; অস্ট্রিয়ায় সংক্রমিত ৮ হাজার ২৩৯ জন এবং মারা গেছেন ২৪ জন।
একইসঙ্গে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে কানাডায় ১০৬ জন, ইরানে ১৭ জন, হাঙ্গেরিতে ২৯ জন, অস্ট্রেলিয়ায় ৪৩ জন, পোল্যান্ডে ২১ জন, চিলিতে ৮১ জন, আয়ারল্যান্ডে ২৬ জন এবং ইন্দোনেশিয়ায় ৩৬ জনের মৃত্যু হয়েছে।
এমকেআর/এএসএম