ঢাকাই সিনেমার সিয়াম আহমেদ ও পূজা চেরী জুটির তৃতীয় সিনেমা ‘শান’ ঈদে মুক্তি পেতে যাচ্ছে। বুধবার (২৭ এপ্রিল) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) এর হলরুমে ছবির মুক্তি উপলক্ষে এক প্রেস মিটিংয়ের আয়োজন করা হয়।
Advertisement
এতে উপস্থিত ছিলেন অভিনেতা সিয়াম আহমেদ, নাদের চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, পরিচালক এম রাহিম, চিত্রনাট্য ও সংলাপ লেখক আজাদ খান ও নাজিম উদ দৌলা, প্রযোজক ওয়াহিদুর রহমান ও আতিকুর রহমানসহ অনেকে।
মিটিংয়ে সিনেমার পরিচালক এম রাহিম বলেন, আমরা আরও দুবার সিনেমাটি মুক্তি দিতে চেয়েছি। কিন্তু করোনার কারণে পারিনি। অবশেষে এই ঈদে ‘শান’ মুক্তি দিতে যাচ্ছি। আশা করছি দর্শক সিয়াম ও পূজাকে নতুনভাবে দেখবে।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে পূজা চেরী বলেন, শান সিনেমা নিয়ে আগে যা প্রত্যাশা ছিল, বর্তমানে সেটি আরও বেড়েছে। কারণ এটি এখন ঈদের ছবি। আশা করছি এই সিনেমাটি দেখতে দর্শক হলে যাবে। এই সিনেমাটি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।
Advertisement
তিনি আরও বলেন, গলুই ও শান সিনেমায় আমার দুইটা আলাদা চরিত্র। শান সিনেমার মধ্যে স্মার্ট একটা মেয়ে। আবার গলুই সিনেমায় গ্রামীণ একটা মেয়ে। দর্শক দুইটা ফ্লেভার আলাদা আলাদাভাবে পাবে।
সিয়াম বলেন, শান সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি ভালো একটা গল্প আছে তাই। আর এই সিনেমার পরিচালকের সঙ্গে আমার সম্পর্ক ভালো। ওনার সঙ্গে একটা অনেকদিনের বোঝাপড়া আছে।
তিনি আরও বলেন, শান সিনেমাটা পরিবারে সবাই মিলে দেখতে পারার মতো সিনেমা। আর বর্তমান সময়ে সিনেমার একটি চ্যালেঞ্জিং সময় যাচ্ছে। তাই শুধু এটি নয়, এই ঈদে আরও যেসব সিনেমা মুক্তি পাবে সেগুলোও সবাইকে দেখার আহ্বান করছি।
সিনেমাটি নিয়ে আজাদ খান বলেন, আমি পুলিশে কাজ করি। সেভাবে আপনাদের সঙ্গে দেখা হয় না। কারো কারো সঙ্গে কথা হয়েছে। সবাই ছবিটি ভালো বলছেন। দর্শকের আগ্রহও দেখতে পাচ্ছি। সারা পৃথিবীতে পুলিশ নিয়ে সিনেমা হচ্ছে। আমরা চেষ্টা করছি সেই রকম সিনেমা তৈরি করতে।
Advertisement
এমআই/এলএ/এমপি