খেলাধুলা

ফুটবল অ্যাকাডেমি গড়তে ৯০০ কিমি সাইকেল ভ্রমণে স্টিভ

তিনি নিজে একজন ক্রিকেটার। ছিলেন বিশ্বের অন্যতম সেরা অধিনায়কদের একজন। তারপরও ফুটবল অ্যাকাডেমি তৈরির পথে কিংবদন্তী অসি অধিনায়ক স্টিভ ওয়া। শুধু তাই নয়, স্টিভের এই ফুটবল অ্যাকাডেমি হতে চলেছে ভারতের ব্যারাকপুরে৷ তার স্বপ্নের উদয়নে৷ যে উদয়নের সঙ্গে হৃদয় দিয়ে জড়িত স্টিভ।উদয়নে ফুটবল অ্যাকাডেমি করার ব্যাপারে অনেক দিন ধরেই উৎসাহ দেখিয়ে আসছেন স্টিভ; কিন্তু এখন আর বিষয়টি শুধু ভাবনা বা প্রস্তাবের মধ্যে নেই৷ ফুটবল অ্যাকাডেমির জন্য টাকা তুলতে সত্যিই পথে নামছেন স্টিভ! ফেব্রুয়ারি মাসে লম্বা সাইকেল র্যালি করবেন তিনি৷ অস্ট্রেলিয়ার সিডনি থেকে বায়রন বে পর্যন্ত প্রায় ৯০০ কিলোমিটার সাইকেল চালাবেন স্টিভ ওয়াহ। তুলবেন টাকা৷ এক টুইট বার্তায় স্টিভ ওয়াহ বলেন, ‘দেখি আমার পা দুটো এখন কতটা চ্যালেঞ্জ নিতে পারে। টানা ছয়দিন সাইকেল চালাতে চাই৷’ শুধু অ্যাকাডেমির জন্য অবশ্য সাইকেল নিয়ে স্টিভ পথে নামছেন, তা নয়। কুষ্ঠরোগী ও দুঃস্থ শিশুদের জন্যও এই প্রকল্পে টাকা তুলবেন তিনি। বিরল রোগে আক্রান্ত দুই ভাই ব্যাড লি ও থমাস ফারেলের চিকিৎসার জন্য বড় অঙ্কের টাকা দেবেন স্টিভ। এখান থেকেই বাকি টাকা দেবেন ব্যারাকপুরের উদয়নে, ফুটবল অ্যাকাডেমির জন্য।আগামী এপ্রিল মাস নাগাদ ব্যারাকপুরের উদয়নে আসবেন স্টিভ ওয়াহ। তার আগেই সম্পন্ন হবে অ্যাকাডেমি তৈরির কাজ। সে লক্ষ্যে এখনই শুরু হয়ে গিয়েছে অ্যাকাডেমির কাজ৷ উদয়নেরই প্রায় জনা চল্লিশেক ছেলে নিয়ে মাঠে নেমে পড়েছেন সাবেক ফুটবলার অশোক ব্রহ্মা। সঙ্গে রয়েছেন তার ছেলে অমিত ব্রহ্মা। তিনিও যুব ভারতিতে ফুটবল খেলেছেন। ক্রিকেটার ফুটবল অ্যাকাডেমি করছেন, এমন ঘটনা সম্ভবত এই প্রথম। বাটানগরের গড়ে ওঠা আবাসনে সৌরভ গাঙ্গুলির একটি ফুটবল অ্যাকাডেমি হওয়ার কথা; কিন্তু অন্য দেশ থেকে এসে কোনও নামী ক্রিকেটার ফুটবল অ্যাকাডেমির স্বপ্ন দেখছেন, এটা সত্যিই বিরল ব্যাপার৷ জানা গেল, এই অ্যাকাডেমি অবশ্যই আবাসিক হবে। শুধু উদয়নের ছেলেদের নিয়েই নয়, দুঃস্থ অথচ প্রতিভাবান খুদে ফুটবলারদেরও জায়গা হবে স্টিভের এই অ্যাকাডেমিতে।এক সময় দু’হাতে তুলেছিলেন ক্রিকেট বিশ্বকাপ। এবার স্টিভের অদৃশ্য হাতে এক অন্য ট্রফি। যেখানে জড়িয়ে দুঃস্থ-অনাথ-বিরল রোগে আক্রান্ত শিশু থেকে খুদে ফুটবলারদের স্বপ্ন। এটাই বা কম কী!আইএইচএস/পিআর

Advertisement