আন্তর্জাতিক

মরক্কোয় প্যারিস হামলাকারী আটক

প্যারিস হত্যাযজ্ঞের সঙ্গে সরাসরি জড়িত হামলাকারী এক বেলজিয়ান নাগরিককে আটক করেছে মরক্কোর পুলিশ। গত নভেম্বরে প্যারিসের ছয়টি স্থানে একযোগে হামলা চালায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। এ ঘটনায় বিভিন্ন দেশের অন্তত ১৩০ জন নিহত হয়। খবর বিবিসির।বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মরক্কোন বংশোদ্ভূত বেলজিয়ামের এক নাগরিককে আটক করেছে পুলিশ। এর আগে ওই ব্যক্তি সিরিয়ায় আল-নুসরা ফ্রন্টের হয়ে যুদ্ধ করেছে। পরে আইএসে যোগ দেয়। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মরক্কো সরকার।গত ১৩ নভেম্বর কনসার্ট দেখতে প্যারিসের বাটাক্লঁ কনসার্ট হলে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। এ সময় পাঁচ সন্দেহভাজন হামলাকারী হলে ঢুকে একে-৪৭ রাইফেল নিয়ে গুলি চালাতে শুরু করে। কনসার্ট হলে হামলায় অন্তত ১১২ জন নিহত হয়। এ ঘটনায় পুলিশের অভিযানে আট হামলাকারী নিহত হয়। এছাড়া ফ্রান্সের অন্যান্য স্থানে হমলায় আরো ৪০ জন নিহত হয়েছে।এসআইএস/পিআর

Advertisement