জাতীয়

অর্পিত সম্পত্তি আবেদনের সময় বাড়লো

অর্পিত সম্পত্তির বাতিলকৃত ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তির দাবিদারদের আবেদনের শেষ সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তির দাবিদারদের আবেদনের সময়সীমা সংক্রান্ত দুটি পরিপত্র জারি করা হয়েছে।‘খ’ তফসিলভুক্ত ভূমির দাবিদার উপযুক্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে উক্ত সময়সীমার মধ্যে আবেদন করার জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।এর আগে, ৩১ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত আবেদনের শেষ সময় নির্ধারিত ছিল। আবেদনের সময় শেষ হওয়ার ১৮ দিনের মাথায় আবার সময় বাড়ানো হলো।প্রসঙ্গত, ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের প্রেক্ষাপটে ১৯৬৫ থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যে সব নাগরিক এ দেশ থেকে ভারতে চলে যান, তাদের স্থাবর সম্পত্তি তৎকালীন পাকিস্তান সরকার ‘শত্রু সম্পত্তি’ হিসেবে চিহ্নিত করে।বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে নাম পরিবর্তন করে ‘অর্পিত সম্পত্তি’ করা হয়।এসএ/এসকেডি/পিআর

Advertisement