জাতীয়

প্রত্যাহার হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মসূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার হতে যাচ্ছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেবেন বলে জানা গেছে। সোমবার রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান শিক্ষক নেতারা।সোমবার সন্ধ্যা পৌনে ৬টা থেকে ঘণ্টাব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল। বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এর আগে গণভবনে অনুষ্ঠিত পিঠা উৎসবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের মোট ৩০ সদস্যকে সপরিবারে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অংশ নিয়ে এ বৈঠক করেন তারা। এনএম/একে/পিআর

Advertisement