জাতীয়

র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও এই বাহিনীর সাবেক-বর্তমান সাতজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ভারতের সহযোগিতা চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

Advertisement

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

ড. মোমেন বলেন, র‍্যাবের জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। নারায়ণগঞ্জের ঘটনা সবাই জানেন। ওই ঘটনাই প্রমাণ করে র‍্যাবের বিষয়ে আমরা জবাবদিহিতা নিশ্চিত করেছি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আগামী ২৮ এপ্রিল দুদিনের সফরে ঢাকায় আসছেন, সেই প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করছি, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুখবর নিয়ে আসবেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানাতে পারেন।

Advertisement

যুক্তরাষ্ট্রে ৪৫ লাখ ভারতীয় বসবাস করে জানিয়ে আব্দুল মোমেন বলেন, তারা খুবই প্রভাবশালী। তারা (ভারত) সরকারকে বলেছে। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বলেই এটি সম্ভব হয়েছে। তারা (ভারত) বলেছে, বিষয়টি তারা যুক্তরাষ্ট্রের কাছে উত্থাপন করবে।

এইচএ/এএএইচ/এএসএম