গণভবনের বাইরে মাঠে এক দিকে প্যান্ডেল ও ছোট্ট মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের সামনে মাটিতে বিছানো হয়েছে শতরঞ্জি। আর এর ওপর বসে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশে ছোট বোন শেখ রেহানা ছাড়াও অারো অনেকেই আছেন। বিভিন্ন পেশাজীবীদের জন্য প্রতি বছরের ন্যায় এবারও পিঠা উৎসবের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে গণভবনের মাঠে দেখা যায় পিঠা উৎসবের ওই চিত্র। বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, রাজনীতিক, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীসহ সরকারি ও বেসরকারি পেশাজীবীরা পিঠা উৎসবে অংশ নিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন।সেখানে চলে বিভিন্ন ধরনের পরিবেশনা। নাচ, গান, আবৃত্তিতে সবার সঙ্গে আড্ডা উপভোগ করেন প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রধানমন্ত্রীর শতরঞ্জিতে বসিয়ে পড়ার ছবি। অনেকেই সেখানে মন্তব্য করেছেন, একমাত্র বঙ্গবন্ধু কন্যা বলেই এ রকম দর্শক সারিতে মাটিতে বিছানো মাদুরে বসে অনুষ্ঠান উপভোগ করা সম্ভব।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরেকজন মন্তব্য করেছেন, বিশেষ এই গুণের কারণে দলমত নির্বিশেষে সবার কাছে প্রশংসনীয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।এসআইএস/পিআর
Advertisement