দেশজুড়ে

অনলাইন জুয়ায় ৩ কোটি টাকা লেনদেন, পল্লী চিকিৎসক গ্রেফতার

মেহেরপুরের মুজিবনগরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকায় আবুল হাশেম নামের এক এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Advertisement

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেফতার আবুল হাশেম উপজেলার যতারপুর গ্রামের বাসিন্দা এবং পল্লী চিকিৎসক।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মামুনুল আনছারি বলেন, যতারপুর গ্রামে আবুল হাশেমের একটি এজেন্ট সিম থেকে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে আবুল হাশেমকে আটক করা হয়। তার সিমে তিন কোটি টাকার লেনদেনের তথ্য মিলেছে। এ টাকা চট্টগ্রামে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে ওই গ্রামের জুয়ার এজেন্ট জনি ও মাসুমের নাম পাওয়া গেছে। এছাড়া জুয়ার সঙ্গে জড়িত অন্য সদস্যদেরও আটকে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, আটক আবুল হাশেমকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

আসিফ ইকবাল/এসজে/জেআইএম