বিনোদন

২৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে নিরব-তানহার ছবি

মৌলিক গল্পের চলচ্চিত্র ‘ভোলা তো যায় না তারে’ আগামী ২৯ জানুয়ারি দেশজুড়ে মুক্তি পাচ্ছে। নিরব-তানহা জুটির ছবিটি ধলেশ্বরী ফিল্মসের প্রযোজনায় পরিবেশিত হবে টিওটি ফিল্মসের ব্যানারে। জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন এ ছবির পরিচালক রফিক শিকদার।ভিন্ন দুটি ধর্মের যুবক-যুবতীর করুণ প্রেমকাহিনি নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এর মধ্য দিয়ে জনপ্রিয় অভিনেতা নিরবের বিপরীতে নায়িকা হয়ে ঢাকাই ছবিতে অভিষেক হচ্ছে নবাগতা তানহা তাসনিয়ার।ক্যারিয়োরের প্রথম ছবি বলেই হয়তো খানিকটা বেশিই উচ্ছ্বসিত তানহা। তিনি বলেন, ‘ ‘প্রথম যে কোনো কিছুই ভীষণ আনন্দের। তেমনি নায়িকা হিসেবে নিজের প্রথম ছবি মুক্তি পাওয়াটাও দারুণ এক রোমাঞ্চকর বিষয়। আমরা না সত্যি তর সইছে না কবে ২৯ জানুয়ারি আসবে আর হলে গিয়ে নিজের ছবিটি দেখব।’তানহা ছবিটি প্রসঙ্গে বলেন, ‘ভোলা যায় না তারে একেবারেই ভিন্ন প্রেমের ছবি। এখানে হিন্দু ও মুসলিম দুই পরিবারের গল্প নিয়ে কাহিনী এগিয়ে যাবে। এতে রুদ্র মুসলিম ঘরের ছেলে আর নীলাঞ্জনা হিন্দু ধর্মাবলম্বী। ছবিতে আমি নীলাঞ্জনার ভূমিকায় অভিনয় করেছি এবং নিরব ভাই রুদ্র’র চরিত্রে। পুরো ছবির কাজটি খুব এনজয় করেছি। আশা করছি, ছবিটি সবারই ভালো লাগবে এবং আমাদের সকলের পরিশ্রম সার্থক হবে।’ছবিটি প্রসঙ্গে নিরব বলেন, ‘আজকাল প্রায়ই শুনতে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে মৌলিক গল্পের ছবি হচ্ছে না। সেদিক থেকে সম্পূর্ণ মৌলিক একটি গল্প নিয়ে দু’টি ধর্মের যুবক-যুবতীর প্রেম কাহিনি তুলে ধরা হয়েছে ‘ভোলা তো যায় না তারে’ ছবিতে। এখানে চমৎকার একটি গল্প আছে, প্রেম আছে, প্রেম ভাঙার আহাজারি আছে। আর সর্বোপরি বিনোদন তো থাকছেই। পরিচালকও অনেক যত্ন নিয়ে ছবিটি বানিয়েছেন। আশা করছি দর্শকরা নিরাশ হবেন না।’এদিকে ছবির বিয়োগাত্মক কাহিনি প্রসঙ্গে পরিচালক রফিক শিকদার বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে একটা ভুল ধারনা কাজ করে, সেটি হলো ছবির নায়ক-নায়িকা মারা গেলে বা বিয়োগাত্মক সমাপ্তির ছবি দর্শক গ্রহণ করে না। এটি পুরোপুরি মিথ্যে। যদি তাই হতো তবে টাইটানিক বিশ্ব্যব্যাপী এত সাফল্য পায় কী করে? রোমিও-জুলিয়েট, দেবদাসের মতো করুণ সমাপ্তির ছবিগুলো এত জনপ্রিয় হয় কী করে? আরো কাছের উদাহরণ দিয়ে বলা যায়, গেল দশ বছরে আমাদের ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ব্যবসা সফল এবং জনপ্রিয় ছবির নাম ‘মনপুরা’। গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ের এই ছবিটিও কিন্তু বিয়োগাত্মক সমাপ্তির। যদি নায়ক-নায়িকার মৃত্যু দর্শক গ্রহণ করতে না-ই পারে তবে মনপুরা সফল হলো কী করে? আসলে আমার বিশ্বাস, দর্শকরা ভালো গল্প চান, অভিনয় চান, পরিচ্ছন্ন একটা নির্মাণ চান। চলচ্চিত্রে মনে রাখার মতো, ভালো লাগার মতো কিছু গান উপভেঅগ করতে চান, বিনোদিত হতে চান। আমরা সেই আয়োজনে বর্ণিল হয়েই প্রেক্ষাগুহে আসছি। আশা করি সবার হৃদয়েই দাগ কাটবে নিরব-তানহার প্রেমকাহিনির ছবিটি।’প্রসঙ্গত, গেল বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ‘ভোলা তো যায় না তারে’ ছবিটির শুটিং শুরু হয়। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, জিয়া হল, ছবির হাট ও বই মেলাতে শুটিং হয়েছে। পরে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে ছবিটির গানসহ বেশ কিছু দৃশ্যের শুটিং করা হয়। সময়ের জনপ্রিয় সংগীত পরিচালকদের আয়োজনে এই ছবির গানে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় শিল্পীরা। তারমধ্যে ‘মন পাখা মেলে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন আরেফিন রুমি ও সিঁথি সাহা। এর সুর ও সংগীত পরিচালনাও করেছেন আরেফিন রুমি।এলএ

Advertisement