ধর্ম

সচরাচর ব্যবহৃত নয়, এমন জিনিসের জাকাত দিতে হবে?

প্রশ্ন : আমাদের ঘরে এমন কিছু প্লেট-গ্লাস ও কাপড়-চোপড় আছে, যা সচরাচর ব্যবহার করা হয় না। কখনও মেহমান এলে তা ব্যবহারের প্রয়োজন দেখা দেয়। এভাবে বছরে ৩-৪ বার ব্যবহৃত হয়। এই প্লেট-গ্লাস ও কাপড়-চোপড়ের ওপর জাকাত আসবে কী?

Advertisement

উত্তর : আপনার প্রশ্নোক্ত সচরাচর ব্যবহৃত নয়, এমন জিনিসও ব্যবহৃত সামগ্রীর অন্তর্ভুক্ত। তাই এর ওপর কোনো জাকাত আসবে না।

(সূত্র : মারাকিল ফালাহ : ৩৮৯, ফতোয়ায়ে আলমগিরি : ১/২৩৪)।

মুনশি/এসইউ/জেআইএম

Advertisement