দেশজুড়ে

জলাশয়ে পানি ঢোকাতে হাওরের ফসল রক্ষা বাঁধ কাটলেন চেয়ারম্যান

ইজারা নেওয়া জলাশয়ে পানি প্রবেশ করাতে হাওরের ফসল রক্ষা বাঁধ কেটে দিলেন সাবেক ইউপি চেয়ারম্যান। এতে বিভিন্ন হাওরে পানি প্রবেশ অব্যাহত থাকায় কয়েকশ’ হেক্টর জমির কাঁচা ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুশ্চিন্তায় পড়েছেন হাজারো কৃষক।

Advertisement

সোমবার (২৫ এপ্রিল) রাত ১০টার দিকে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নে পেতনা বাঁধে এ ঘটনা ঘটে। বর্তমানে বাঁধটি মেরামতে কাজ করছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সদস্য এবং স্থানীয় কৃষকরা।

বাঁধ কেটে দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত। তিনি বলেন, এটি খালিয়াজুরী হাওর অঞ্চলের পেতনার বাঁধ। মরা ধনু নদের পাশের বাঁধ এটি। বাঁধটি গত বছরের পুরনো। এটি ভাঙার কোনো কারণ ছিল না। জলাশয়ে পানি প্রবেশের জন্য ভেঙে ফেলেছে। বাঁধ মেরামতে আমাদের কর্মচারী ও শ্রমিকদেরকে কাজে লাগিয়েছি।

জগন্নাথপুরের কৃষক খোকন মিয়া ও গোলাপ মিয়া সুজন মিয়া, স্বাগত সরকার শুভসহ কয়েকজন কৃষক জানান, পেতনা এলাকায় বিলের জন্য বাঁধটি সোমবার রাতে মেন্দিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান হেকিম ভেঙে দেন। এরপর এলাকার কৃষকরা ঘটনাস্থলে গিয়ে ওই চেয়ারম্যানকে ধাওয়া করেন। এ সময় চেয়ারম্যানের মোটরসাইকেল ওই বিলে ফেলে দেন বিক্ষুব্ধ কৃষকরা।

Advertisement

তারা আরও জানান, এটি মরা ধনু নদের পাশের একটি ইজারাকৃত বিল। চেয়ারম্যান লোকমান এটির ইজারা নেন। নদের পানি এখানে আসার কথা না। স্রোত কম এদিকে। কিন্তু পানির জন্য ভেঙে দেওয়ায় মদন পর্যন্ত হাওরের জমিগুলো ডুবে যেতে পারে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান হেকিমের মোবাইল নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়।

খালিয়াজুরীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, স্থানীয় কৃষকরা বলছেন, জলাশয়ের পানি কমে আসছিল। নতুন পানিতে মাছ ডিম দেবে বলে ওই সাবেক চেয়ারম্যান বাঁধ কেটে দিয়ে পানি ঢুকাতে চেয়েছিলেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে পানি উন্নয়ন বোর্ড বাদী হয়ে একটি মামলা করবে। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।

এইচ এম কামাল/এসজে/জেআইএম

Advertisement