সাতক্ষীরায় অপরিপক্ব আমে কীটনাশক স্প্রে করে পাকানোর অভিযোগে ইদ্রিস আলী (৪৫) নামের এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
সোমবার (২৫ এপ্রিল) বিকেলে সদর উপজেলার শিমুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান জানান, সকাল থেকেই গাছের অপরিপক্ব গোবিন্দভোগ আম পাড়েন ইদ্রিস আলী। পরে গাছতলায় বসে কীটনাশক স্প্রে করছিলেন তিনি। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। এসময় ৫২৫ কেজি আম জব্দ করে ধ্বংস করার জন্য সেগুলো সাতক্ষীরা পৌরসভায় হস্তান্তর করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুমনা আইরিন বলেন, আম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে সর্তক করা হয়েছে। জব্দকৃত আমগুলো নষ্ট করার জন্য সাতক্ষীরা পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে।
Advertisement
আহসানুর রহমান রাজীব/আরএইচ/এএসএম