দেশজুড়ে

নারায়ণগঞ্জে বিএনপির ৩৭ জন নেতাকর্মী কারাগারে

নারায়ণগঞ্জে নাশকতার দুটি মামলায় বিএনপির ৩৬ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মিয়াজী মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম জানান, দুটি মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন, সোনারগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা জাসাস নেতা শাহজাহান মেম্বার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন উর রশিদ মিঠু, ছাত্রদল নেতা আশরাফ মোল্লা, খায়রুল ইসলাম সজীব, বিএনপি নেতা আমিন, জুয়েল হোসেন, মাসুদ, আল-আমিন, হাবুল, বাহাউদ্দীন, ইব্রাহীম, মুকবুল হোসেন, মোহাম্মদ আলী, মামুন মোল্লা, আলিনূর, তোফাজ্জল হোসেন, স্বপন, আলেক, মহসিন, বিল্লাল হোসেন, মন্টু, আতাউর রহমান, খোরশেদ, সেলিম, মেহাল উদ্দীন, রানা।অপর একটি মামলায় আক্কাস আলী, মনির হোসেন, মনির হোসেন-২, শাহপরাণ, আরিফ, লুৎফর রহমান, রমজান, জুয়েল, তোফাজ্জল হোসেন। মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৫ জানুয়ারি সোনারগাঁও বিএনপি মিছিল বের করলে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ২(১)১৫। অপরদিকে সোনারগাঁও থানার ৮(১)১৫ নং মামলায় একই আদালতে আসামিরা আত্মসমর্পণ করেন।শাহাদাত হোসেন/এমএএস/আরআইপি

Advertisement