জাতীয়

এসআই মাসুদের ভাগ্য নির্ধারণ মঙ্গলবার

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ও সাবেক গণমাধ্যমকর্মী গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় আগামীকাল মঙ্গলবার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হেড কোয়ার্টার্সের তদন্ত দল। এদিনই নির্ধারিত হতে পারে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ শিকদারের ভাগ্য।ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সমমর্যাদার এক কর্মকর্তা জাগো নিউজকে জানান, ডিএমপি হেড কোয়ার্টার্সের পক্ষ থেকে যে তদন্ত কমিটি রয়েছে তাদের কাজ প্রায় শেষ। আগামীকালের মধ্যেই ডিএমপি কমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হতে পারে।  ওই কর্মকর্তা আরো জানান, ওই প্রতিবেদনে যদি এসআই মাসুদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হয়, তবে তার অপরাধের মাত্রা বিবেচনা করে আগামীকালই বিভাগীয় সাজা দিতে পারেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তবে সাজার ধরণ কিংবা মেয়াদ কত হবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। গত ৯ জানুয়ারি রাতে রাজধানীর মোহাম্মদপুর বিহারী ক্যাম্প এলাকা থেকে রাব্বীকে আটক করে মারধর ও হয়রানি করে এসআই মাসুদ শিদকারসহ তিন পুলিশ সদস্য। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় এসআই মাসুদ শিকদারকে সাময়িক বরখাস্ত করে ডিএমপি। এঘটনায় পুলিশের তেজগাঁও বিভাগের নিজস্ব তদন্ত কমিটি রোববার ডিএমপি কমিশনার বরাবর একটি তদন্ত প্রতিবেদন জমা দেন। এ কমিটির প্রতিনিধিত্ব করেন তেজগাঁওয়ের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার। প্রতিবেদনে এসআই মাসুদের বিরুদ্ধে নির্যাতনের ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। এ ঘটনায় শুক্রবার আলাদা একটি তদন্ত কমিটি করে পুলিশ হেড কোয়ার্টার্স। পুলিশের অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদকে প্রধান করে তিন সদস্যের কমিটিতে রয়েছেন সদর দফতরের অতিরিক্ত এআইজি মিজানুরর রহমান ও পরিদর্শক মো. সালাহউদ্দিন। সাত কার্যদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এআর/এসকেডি/আরআইপি

Advertisement