জাতীয়

এসআই মাসুদের দোষ প্রমাণ হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় বরখাস্ত হওয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদের জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সোমবার দুপুরে সচিবালয়ে নিজের দফতরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।পুলিশি নির্যাতনের ঘটনায় পুলিশের গঠিত তদন্ত কমিটির সদস্য ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার হাফিজ আল ফারুক শনিবার রাতে তার তদন্ত প্রতিবেদন জমা দেন। রোববার ওই প্রতিবেদন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার কাছে পাঠানো হয়েছে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী এ নিয়ে মন্তব্য করলেন।এসব ঘটনা এড়াতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় অবশ্যই ইউনিফর্ম পরতে হবে মর্মে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, ‘ডিউটির সময় সদস্যদের অবশ্যই পুলিশের পোশাক পরতে হবে। ডিবি পুলিশকেও ডিউটিতে সংস্থার লোগো সংবলিত কোটি পরিধান করতে হবে’।মন্ত্রী আরো জানান, ভারতীয় সন্ত্রাসী দাউদ মার্চেন্টকে ফেরত পাঠানো হচ্ছে। ভারত-বাংলাদেশ বন্দী বিনিময় চুক্তি মেনে ভারতের হাতে তাকে তুলে দেয়া হবে। এজন্য বাংলাদেশের আদালতে দাউদ মার্চেন্টের বিরুদ্ধে আনা যাবতীয় মামলা প্রত্যাহারে প্রক্রিয়া শুরু হয়েছে। গত ৯ ডিসেম্বর ঢাকার আদালতে দাউদের বিরুদ্ধে আনা অবৈধ প্রবেশের মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি এর শুনানি হবে।গত ৯ জানুয়ারি রাতে গোলাম রাব্বীকে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মাসুদ শিকদারসহ তিন পুলিশ সদস্য বেধড়ক মারধর করেন। ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হলে পরদিনই অভিযুক্ত এসআইকে ক্লোজ করে তেজগাঁও উপ-কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়। এরপর গত শনিবার এসআই মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।এসএ/একে/আরআইপি

Advertisement