ধর্ম

শহরে বসবাসকারী গ্রামে জাকাত দিতে পারবে?

প্রশ্ন : জনৈক ব্যক্তি ঢাকায় বসবাস করেন। প্রতি বছর তিনি তার জাকাতের টাকা প্রতিবেশীকে না দিয়ে গ্রামের বাড়ি পাঠিয়ে দেন। শরিয়তের দৃষ্টিকোণ থেকে এতে কোনো সমস্যা নেই তো?

Advertisement

উত্তর : গ্রামের বাড়ির লোকজন নিকটাত্মীয় বা অভাবগ্রস্ত হলে জাকাত প্রদানের ক্ষেত্রে তাদেরকে প্রাধান্য দেওয়া বৈধ; বরং উত্তম বটে। (খোলাসাতুল ফাতাওয়া : ১/২৪১, আদ্দুররুল মুখতার : ২/৩৫৫)।

জাহহাক (রা.) সূত্রে বর্ণিত; তিনি বলেন, ‘যদি তোমার অভাবগ্রস্ত নিকটাত্মীয় থাকে, তাহলে অন্যের তুলনায় তারা তোমার জাকাতের অধিক হকদার।’ (মুসান্নাফে ইবনে আবি শায়বা : ১০৬৩৯)।

মুনশি/এসইউ/জিকেএস

Advertisement