কিশোরগঞ্জের বাজিতপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত মো. আক্কাস মিয়া (৪৮) মারা গেছেন।
Advertisement
রোববার (২৪ এপ্রিল) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আক্কাস মিয়া উপজেলার সারাবছর ইউনিয়নের বাল্লা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বাল্লা গ্রামের মোতালিবের সঙ্গে আক্কাসের বাড়ির সীমানা নিয়ে বিরোধ ছিল। এ বিরোধে ২০ এপ্রিল সকালে মোতালিব ও তার লোকজন আক্কাসের বাড়িতে হামলা করে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আক্কাস (৪৮), তার ভাই আলম (৩৮), আলমের স্ত্রী মুক্তা বেগম (৩০) ও শিশু সন্তান সায়মন (১২) আহত হন।
Advertisement
আহতদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আশংকাজনক অবস্থায় আক্কাসকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর শ্যামলির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নূর মোহাম্মদ/আরএইচ/এমএস
Advertisement