দেশজুড়ে

নাটোরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরের সিংড়ায় যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নিংগইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন- উপজেলার চকপুর কৃষ্ণপুর এলাকার বাপ্পি ওরফে কনক (১৯) ও আল-আমিন (১৭)।

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে নাটোরগামী যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী বাপ্পি ঘটনাস্থলে মারা যান। আরেক আরোহী আল-আমিনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জামিল জাগো নিউজকে বলেন, ঘাতক বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

রেজাউল করিম রেজা/এসজে/এমএস