খেলাধুলা

এখনও অক্ষত রয়েছে পেলের যেসব রেকর্ড

ফুটবলের সম্রাট হিসেবে পরিচিত ব্রাজিলের কিংবদন্তি পেলে। সবশেষ আন্তর্জাতিক ফুটবল খেলেছেন প্রায় ৫০ বছর আগে। তবু তর্কযোগ্যভাবে এখনও তাকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়।

Advertisement

ব্রাজিলের হয়ে তিন বিশ্বকাপ জয়সহ অনেক রেকর্ড রয়েছে পেলের ঝুলিতে। যার মধ্যে বেশ কিছু রেকর্ড এখনও অক্ষত রয়ে গেছে। যা ভাঙতে পারেনি আর কেউ।

পেলের অনেক রেকর্ডের মধ্যে অক্ষত থাকা কয়েকটি রেকর্ড নিচে তুলে ধরা হলো:

সর্বকণিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ ও জয়বিশ্বের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ ও জয়ের রেকর্ড রয়েছে পেলের। ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারায় ব্রাজিল। সেদিন মাত্র ১৭ বছর ২৪৯ দিন বয়সে খেলতে নেমে জোড়া গোল করেন পেলে।

Advertisement

ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল১৯৭১ সালে ব্রাজিলের জার্সিতে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পেলে। এখনও ব্রাজিলের আর কেউ ভাঙতে পারেনি তার সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ড। ফিফা স্বীকৃত ৯২টি ম্যাচ খেলে ৭৭ গোল করেছিলেন পেলে। তবে ৭১ গোল নিয়ে খুব কাছাকাছি রয়েছেন নেইমার জুনিয়র।

সর্বোচ্চ বিশ্বকাপ জয়বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপের শিরোপা জিতেছেন পেলে। ব্রাজিলের প্রথম তিন বিশ্বকাপ- ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে জয়ের দলে ছিলেন কালো মানিক হিসেবে খ্যাত পেলে। বিশ্বের আর কোনো ফুটবলার তিন বিশ্বকাপ জিততে পারেননি।

বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টবিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডও নিজের করে রেখেছেন পেলে। ক্যারিয়ারে চারটি বিশ্বকাপ (১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০) খেলেছেন তিনি। যেখানে সতীর্থদের ১০টি গোলে সহায়তা করেছেন। এর মধ্যে ১৯৭০ সালের আসরেই করেন ছয়টি অ্যাসিস্ট। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড এটি।

বিশ্বকাপে সর্বকণিষ্ঠ গোলস্কোরারএখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড নিজের দখলে রেখেছেন পেলে। ১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোল করেন তিনি। পেলের গোলে ভর করেই আসরের সেমিফাইনালে নাম লেখায় ব্রাজিল।

Advertisement

বিশ্বকাপের সর্বকণিষ্ঠ হ্যাটট্রিকম্যান১৯৫৮ সালে নিজের প্রথম বিশ্বকাপ খেলতে নেমে সেমিফাইনাল ম্যাচে একাই তিন গোল করেন পেলে। তার হ্যাটট্রিকের সুবাদে ফ্রান্সের বিপক্ষে ৫-২ গোলের জয় পায় ব্রাজিল। মাত্র ১৭ বছর ২৪৫ দিন বয়সে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকটি করেন পেলে।

সূত্রঃ গোলডটকম

এসএএস/জেআইএম