দেশজুড়ে

মৌলবাদ ও অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ায় এক মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত ১২ জানুয়ারি সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতঙ্গণসহ বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ। সোমবার দুপুর সাড়ে ১২টায় বাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল কুদ্দুছ, সাবেক সভাপতি নাছির উদ্দিন ইউসুফ বাচ্চু, সাধারণ সম্পাদক হাছান আরিফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান প্রমুখ।সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের যুগ্ম সম্পাদক মনজুরুল আলম, জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন প্রমুখ।সভায় বক্তারা বলেন, গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সাংস্কৃতিক অঙ্গণে যে আঘাত এসেছে এটি মুক্তিযুদ্ধের উপর আঘাত স্বাধীনতার উপর আঘাত। সংস্কৃতি যেহেতু সব ধর্ম-বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতির মিলবন্ধন তৈরি করতে পারে তাই পরিকল্পতভাবে সেদিন সাংস্কৃতিক অঙ্গণে হামলা করা হয়েছিল। প্রশাসনের লোকজন সেদিন কেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গণ রক্ষা করতে পারলেন না, ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে সংস্কৃতিক সংগঠনের কার্যালয়গুলো রক্ষা করতে পারলেন না তারও জবাব দিতে হবে। শুধু দুই পুলিশকে প্রত্যাহার করলেই চলবে না, ঘটনা তদন্ত করে দেখতে হবে আসলে সর্ষের মধ্যেই ভূত আছে কি না। এ সময় বক্তারা মৌলবাদ ও সকল অপশক্তির বিরুদ্ধে সংস্কৃতি কর্মীদের ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআইপি

Advertisement