গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ স্থানটি দখল করেছে প্রিমিয়ার ব্যাংক। বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে প্রতিষ্ঠানটি।
Advertisement
সবশেষ সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৪ দশমিক ১১ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে দুই টাকা ৩০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ১৪ টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ১৬ টাকা ৩০ পয়সা।
শেয়ারের এমন দাম কমা কোম্পানিটি সর্বশেষ ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য বিনিয়োগকারীদের সাড়ে ১২ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২০ এপ্রিল। রেকর্ড ডেটের পরেই কোম্পানিটির শেয়ার দরপতনের মধ্যে পড়ে।
এদিকে দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিয়েছেন। ফলে সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৮৬ লাখ ৫২ হাজার টাকা। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে তিন কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকা।
Advertisement
প্রিমিয়ার ব্যাংকের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল জেমিনি সি ফুড। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে আট দশমিক ৯৩ শতাংশ। ছয় দশমিক ৭৭ শতাংশ দাম কামার মাধ্যমে পরের স্থানে রয়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স।
এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা অ্যারামিট লিমিটেডের ছয় দশমিক ৩৩ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পাঁচ দশমিক ৩৬ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের পাঁচ দশমিক ৩৪ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের পাঁচ দশমিক ১১ শতংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের চার দশমিক ৭৭ শতাংশ এবং আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের চার দশমিক ৫৫ শতাংশ দাম কমেছে।
এমএএস/কেএসআর/এএসএম
Advertisement