পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডে ৮টি দোকান ভস্মীভূত হয়েছে। রোববার রাত দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সংবাদপত্র ব্যবসায়ী রুহুল আমিন জানান, রাত ২টার দিকে বাসস্ট্যান্ডের উত্তর পাশে তেলিখালী-হরিণপালা সড়কের প্রবেশদ্বারের দোকানগুলোর যে কোনো এক দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্র্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। জাকির মোল্লার পার্টসের দোকানসহ ৮টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।হাসান মামুন/এসএস/এমএস
Advertisement