করোনাভাইরাসের হানায় জর্জরিত দিল্লি ক্যাপিট্যালস শিবির। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন দুই খেলোয়াড় ও কয়েকজন সাপোর্ট স্টাফ। যে কারণে বদলে ফেলা হয়েছে তাদের দুইটি ম্যাচের ভেন্যু। পরিবর্তিত ভেন্যুতে প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে জয় পেয়েছে দিল্লি।
Advertisement
আজ (শুক্রবার) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারা দ্বিতীয় ম্যাচে লড়বে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এই ম্যাচে সমতা ভাঙার মিশন থাকবে মোস্তাফিজুর রহমান, রিশাভ পান্ত, ডেভিড ওয়ার্নারদের। তা করতে পারলে পয়েন্ট টেবিলেও ওপরে উঠতে পারবে তারা।
আইপিএল ইতিহাসে এখন পর্যন্ত ২৪ ম্যাচে মুখোমুখি হয়েছে দিল্লি ও রাজস্থান। দুই দলেরই জয় সমান ১২টি করে ম্যাচ। আজ ২৫তম ম্যাচে ভাঙবে এই সমতা, এগিয়ে যাবে যেকোনো এক দল।
চলতি আসরে এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে রাজস্থান। অন্যদিকে সমান ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে দিল্লি। আজকের ম্যাচে এক লাফে তিনে উঠে যাবে তারা।
Advertisement
দিল্লি ক্যাপিট্যালসের সম্ভাব্য একাদশ: পৃথ্বি শ, ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, রিশাভ পান্ত (অধিনায়ক, উইকেটরক্ষক), ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোস্তাফিজুর রহমান ও খলিল আহমেদ।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: জস বাটলার, দেবদূত পাডিক্কাল, সানজু স্যামসন (অধিনায়ক, উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, করুন নায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, ওভেদ ম্যাকয়, প্রাসিদ কৃষ্ণা ও ইয়ুজভেন্দ্র চাহাল।
এসএএস/এমএস
Advertisement