ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে দুদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল থেকে রাজধানীর নিউমার্কেট ও এর আশপাশের বিপণি-বিতানগুলো খুলে দেওয়া হয়েছে।
Advertisement
এদিন সকাল ১০টায় মার্কেটের চারটি ফটকের মধ্যে তিনটিই খুলে দেওয়া হয়। দুপুরের দিকে প্রায় সব দোকানই খুলতে দেখা গেছে। তবে সংঘর্ষের সূত্রপাত হওয়া ‘ওয়েলকাম ফাস্টফুড’ ও ‘ক্যাপিটাল ফাস্টফুড’ এখনো বন্ধ।
বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, সংঘর্ষের সূত্রপাত ওই দুটি ফাস্টফুডের দোকানের আশপাশের অনেক খাবারের দোকান খোলা হয়েছে। ওয়েলকাম ফাস্টফুডের সামনে প্রহরায় একদল পুলিশ।
দোকান দুটির কর্মচারী কারা বা না খোলার কারণ নিয়ে আশপাশের ব্যবসায়ীরা মন্তব্য করতে রাজি হননি। পুলিশের পক্ষ থেকেও এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।
Advertisement
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে এ দুটি দোকান বরাদ্দ নিয়েছিলেন বিএনপি নেতা মকবুল হোসেন। পরে তিনি দোকান দুটি ভাড়া দেন।
গত সোমবার (১৮ এপ্রিল) ওয়েলকাম ও ক্যাপিটাল ফাস্টফুডের কর্মচারীদের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ওইদিন দুই দোকানের কর্মচারীদের বিরোধ ও পরে সেখানে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীর উপস্থিতির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভির একটি ফুটেজ দেখেও নিশ্চিত হওয়া গেছে।
পরে এ নিয়ে সোমবার দিনগত রাতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাতে থেমে থেমে চলে সংঘর্ষ। পরদিন মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবারও (২০ এপ্রিল) শিক্ষার্থী-ব্যবসায়ীদের মধ্যে দিনভর উত্তেজনা বিরাজ করছিল। পরে বুধবার রাতে শিক্ষার্থী, ব্যবসায়ী ও পুলিশের মধ্যে বৈঠকে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সংঘর্ষে এ পর্যন্ত দুজন নিহত হয়েছেন।
ওই দুটি দোকানের বরাদ্দ পাওয়া মকবুল হোসেন নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি। শিক্ষার্থী-ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মকবুল হোসেনকে আসামি করে মামলা করেছে পুলিশ।
Advertisement
এসএম/এএএইচ/জেআইএম