ফিচার

রোমাঞ্চকর হানিমুন (দেখুন ছবিতে)

বিয়ের ঝই-ঝামেলা চুকিয়ে একটু নিরিবিলিতে প্রিয় মানুষটির সান্নিধ্য পেতে হানিমুনে যায় নব দম্পতি। পৃথিবীর নানা প্রান্তে দর্শনীয় সব স্থানকেই হানিমুনের উপযুক্ত মনে করে, সেসব জায়গাতেই কাটিয়ে আসেন হানিমুনের দিনগুলো। কিন্তু সেই হানিমুনের জায়গাটি যদি হয় রোমাঞ্চে পরিপূর্ণ কোনো জায়গা? এমনই কয়েকটি হানিমুন স্পটের বর্ণনা নবদম্পতিদের জন্য-১. কাক্সলাউত্তানেন আর্কটিক রিসর্ট, ফিনল্যান্ডহাড় হিম করা ঠান্ডায়, গ্লাসটপ ইগলুর মধ্যে, সদ্যবিবাহিত স্ত্রী-র সঙ্গে সউনা বাথ নিতে নিতে এই মেরু আলোর রূপ দেখার কথা ভেবেছেন কখনও? না-থাকলে ভেবে ফেলুন। পস্তাবেন না। ফিনল্যান্ডের এই রিসর্টে যাওয়ার আদর্শ সময় অগস্টের শেষ থেকে এপ্রিল মাস।২. ইউকাতান পেনিনসুলা, মেক্সিকোএখানে রয়েছে একটি প্রাচীন সিঙ্কহোল। স্কুবা ডাইভারদের স্বপ্ন এই রহস্য-ছমছম জলভর্তি গুহার অন্দরমহল। সঙ্গিনীকে নিয়ে একা যেতে গেলে স্কুবা ডাইভিং সার্টিফিকেট লাগে। তবে তা না-থাকলে বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে সাদামাটা স্নরকেলিংও করতে পারেন। বৃষ্টির সময়টা বাদ দিয়ে যে কোনও সময়ই যাওয়া যায় তবে শীতকালে টুরিস্টের ভিড় বেশি থাকে।৩. দ্য কুইন মেরিদক্ষিণ ক্যালিফোর্নিয়ার লং বিচ-এর লাক্সারি জাহাজ-হোটেল ‘দ্য কুইন মেরি’। প্যারানর্মালকে চ্যালেঞ্জ জানাতে এক পায়ে খাড়া যে সব দম্পতিরা তারা ভেবে দেখতে পারেন। চার দশক ধরে প্যাসেঞ্জাররা অভিযোগ করে আসছেন একের পর এক ভুতুড়ে হানা। ৪. হানিমুন ইন ওরিয়েন্ট এক্সপ্রেসএরকুল পোয়ারোর সেই বিখ্যাত গল্পের ট্রেনটি কিন্তু বাস্তব এবং পৃথিবীর অন্যতম সেরা বিলাসবহুল ট্রেন ট্রিপ হিসেবে স্বীকৃত। পাঁচ দিনের এই স্বপ্নের যাত্রা কোনও দিন ভুলবেন না। ৫.কনরাড হিলটন, মালডিভ্সএর চেয়ে রোমাঞ্চকর হানিমুন বোধহয় আর হয় না! মাথার উপর স্বচ্ছ কাচের ডোম, যেখানে খেলে বেড়াচ্ছে অজস্র সামুদ্রিক মাছ। কারণ আপনি রয়েছেন সমুদ্রের তলায়। এখানে আবার আন্ডারওয়াটার ওয়েডিংয়েরও ব্যবস্থা রয়েছে। প্যাকেজ হিসেবেও বুক করতে পারেন।    ৬. থর্নবেরি দুর্গ, ইংল্যান্ডঅষ্টম হেনরি এবং তার সুন্দরী স্ত্রী অ্যানিবলিন-কে মনে পড়ে। টাওয়ার অফ লন্ডনে অ্যানিবলিনের মুণ্ডহীন আত্মার ঘুরে বেড়ানোর গল্প তো খুব চেনা। ব্রিটেনের এই রাজা-রানি তাদের হানিমুন কাটিয়েছিলেন থর্নবেরি দুর্গে। ইতিহাস যদি ক্ষুধিত পাষাণের মতো আপনাকে হাতছানি দেয় তবে এখানেই কাটাতে পারেন মধুচন্দ্রিমা।৭. এলকিউ ডোমো, চিলেজ্যোতির্বিজ্ঞান, মহাকাশবিজ্ঞান, পদার্থবিদ্যা নিয়ে যাদের আগ্রহ বা যারা নিছক তারা দেখতেই ভালবাসেন, তাদের কথা ভেবেই তৈরি হয়েছে চিলে-র এই রিসর্ট। ডোম শেপের কটেজগুলি বানানো হয়েছে ঘরে বসে তারা দেখার জন্যেই। তাছাড়া আছে টেলিস্কোপ, রাতের হর্সরাইডিং এবং হনিমুনে যা অকল্পনীয়, জ্যোতির্বিজ্ঞানের লেকচার সেশন।৮. ওয়াইন হানিমুনমধুর মধুচন্দ্রিমার জন্য আদর্শ ওয়াইন হনিমুন। বিস্তীর্ণ ভাইনইয়ার্ডে ঘুরে বেড়ানো, দেখে নেওয়া কেমন করে তৈরি হয় ওয়াইন আর দিনের শেষে আকণ্ঠ ডুবে যাওয়া সুরায়। রোমাঞ্চের চূড়ান্ত। ফ্রান্সের শ্যাম্পেন অঞ্চল তো এর জন্য বিখ্যাত। তাছাড়াও আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া—সব মহাদেশেই অজস্র ছবির মতো ভাইনইয়ার্ড রয়েছে।৯. অ্যামাজন রেইনফরেস্টরোমাঞ্চকর হনিমুনের কথা হবে আর অ্যামাজন থাকবে না সেই তালিকায়, তা আবার হয় নাকি! বিভিন্ন রেঞ্জের এবং সুযোগ-সুবিধার রিসর্ট রয়েছে, তবে আধুনিক ব্যবস্থাসম্পন্ন ট্রি-হাউস কিন্তু সেরা।  ১০. পৃথিবীর শেষ প্রান্তেএমন হানিমুনের কথা স্বপ্নেও কল্পনা করবেন না ৯০ শতাংশ মানুষ। কিন্তু অ্যাডভেঞ্চারে যারা বাচেন, তেমন দম্পতির সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে এই অভিজ্ঞতা। বেশ কিছু ট্যুর অপারেটর রয়েছে যারা নিয়মিত পৃথিবীর শেষপ্রান্তের এই মহাদেশ ভ্রমণের দায়িত্ব নেয়। আইএএটিও ওয়েবসাইটে তার তালিকা পাওয়া যায়। তাছাড়া প্রতি বছর ব্রিটেনের সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’ একটি বিশেষ ট্যুর-এর আয়োজন করে। এইচএন/এমএস

Advertisement