দেশজুড়ে

মূল্য তালিকা না টাঙানোয় এনা-হানিফসহ ৪ বাস কাউন্টারকে জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে টিকিটের মূল্য তালিকা টানানো না থাকায় চারটি বাস কাউন্টারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

এনা ও হানিফ পরিবহনের কাউন্টারকে পাঁচ হাজার টাকা করে, শ্যামলী পরিবহনের কাউন্টারকে ছয় হাজার এবং মামুন পরিবহনের কাউন্টারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ জরিমানা আদায় করেন।

অভিযানে সহযোগিতা করে র্যাবের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

Advertisement

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস কাউন্টারগুলোতে গিয়ে টিকিটের মূল্য তালিকা টানানো পাওয়া যায়নি। এজন্য চার বাস কাউন্টারকে জরিমানা করা হয়েছে।

ঈদুল ফিতরকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি।

কামরুজ্জামান আল রিয়াদ/এসআর/জেআইএম

Advertisement