কারিনা কাপুর খান। বলিউডের অন্যতম সফল অভিনেত্রীদের একজন। যিনি বেবো নামেও বেশ পরিচিত। কাভি খুশি কাভি গাম, চামেলি, ওমকারা, তাশান, এবং জাব উই মেট এর মতো সিনেমায় অভিনয়ের জন্য সুপরিচিত এই অভিনেত্রী।
Advertisement
এছাড়াও তিনি তার দৃঢ় এবং স্পষ্টভাষী ব্যক্তিত্বের জন্যও পরিচিত।
বলিউডের ছোট পর্দার জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’। সেখানে বলিউডের বিভিন্ন তারকারা অতিথি হয়ে আসেন। অনেকে খোলামেলা কথা বলে অনেক বিতর্কের জন্ম দিয়েছেন এই সেটে।
তেমনি একটা পর্বে কারিনাও হাজির হন। তিনি তার চাচাতো ভাই রণবীর কাপুরের সঙ্গে শোতে উপস্থিত হয়েছিলেন।
Advertisement
শোয়ের কয়েকটি সেগমেন্টের মধ্যে ‘র্যাপিড ফায়ার সেগমেন্ট’ একটি। যেখানে তারকাদের কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করা হয় এবং তারা সেগুলোর উত্তর দেন দ্রুত। ওই সেগমেন্টে করণ জোহর কয়েকজন অভিনেত্রীর নাম বলে কারিনার কাছে জানতে চান, অভিনয় ছাড়া বিকল্প কোন ক্যারিয়াকে এই অভিনেত্রীদের মানাবে।
সেসব অভিনেত্রীরা হলেন ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, সোনাম কাপুর এবং সোনাক্ষী সিনহা।
করণের প্রশ্নের উত্তরে কারিনা বলেন, ‘সোনাক্ষী সিনহা একজন ভাল গৃহিণী হতে পারেন। ক্যাটরিনা কাইফ একজন সুন্দর এয়ার হোস্টেজ হতে পারে। সোনম কাপুর ফ্যাশন ডিজাইনার হলে ভালো করবে। দীপিকা পাড়ুকোন একজন পাইলট হিসাবে ভালো করবে।’
কারিনার উত্তরে রসিকতা করে রণবীর বলেন, ‘ভালোই হবে, পাইলট দীপিকার সঙ্গে এয়ার হোস্টেজ হিসেবে বিমানে উঠবেন ক্যাটরিনা।’
Advertisement
এলএ/জিকেএস