জাতীয়

তিন দিন গড়ালেও সংঘর্ষের ঘটনায় মামলা ও আটক নেই

দফায় দফায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যকার সংঘর্ষের ঘটনার তৃতীয় দিন চললেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় কাউকে আটকও করেনি পুলিশ। যদিও এ ঘটনায় এক যুবক নিহত হয়েছে। এতে দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

Advertisement

তবে পুলিশের ওপর হামলা, সম্পদের ক্ষতি ও হত্যার ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম। বুধবার (২০ এপ্রিল) বিকেলে জাগো নিউজকে এ তথ্য জানান তিনি।

ওসি কাইয়ুম বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তবে ঘটনায় জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

'

Advertisement

বুধবার নিউমার্কেটের ভেতরে সরেজমিনে দেখা যায়, পুলিশ সদস্যরা মার্কেটের দোকানিদের সঙ্গে কথা বলছেন। তারা ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সংঘর্ষের সময় নিউমার্কেট এলাকায় অ্যাম্বুলেন্সে হামলার ঘটনায় মামলা দায়ের করা হবে। এদিন সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন নামের এক পথচারী রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এছাড়াও দায়িত্ব পালন করতে গিয়ে ১০ জনের বেশি সাংবাদিক, ২৫ জন পুলিশসহ আহত হয়েছেন শতাধিকেরও বেশি। এসব ঘটনায় পৃথক পৃথক মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে আনেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের রাস্তা থেকে ক্যাম্পাসের দিকে সরিয়ে এনে কলেজের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। এর আধা ঘন্টা পরই আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।

Advertisement

সোমবার (১৮ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের প্রায় আড়াই ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। মধ্যরাতে দুপক্ষকে ওই এলাকা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এরপর মঙ্গলবার সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধের পর দ্বিতীয় দফায় ব্যবসায়ীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এরপর সকাল সাড়ে ১০টার পর থেকে নীলক্ষেত মোড়-সায়েন্সল্যাব এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলে।

টিটি/এমপি/জিকেএস