দেশজুড়ে

সিলেট সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

সীমান্তে চোরাচালান রোধ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সিলেটের জকিগঞ্জ বিওপির বিপরীতে ভারতের অভ্যন্তরে স্টিমারঘাট নামক স্থানে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে অনানুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল সাড়ে ১১টায় পতাকা বৈঠকে বিজিবির পক্ষে ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ আলম চৌধুরী, অতিরিক্ত পরিচালক মো. জাহিদুল ইসলাম, সহকারী পরিচালক মো. ছাইফুল ইসলাম এবং বিএসএফের পক্ষে ১৩৩ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট লুকেশ কুমারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।পতাকা বৈঠকে সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়। এছাড়া সীমান্ত এলাকায় চোরাচালান দমন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণে উভয় পক্ষ ঐক্যমতসহ দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।রোববার সন্ধ্যায় জাগো নিউজের সিলেট অফিসের মেইলে পাঠানো বিজিবি সিলেট সেক্টরের সহকারী পরিচালক মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ছামির মাহমুদ/বিএ

Advertisement