খেলাধুলা

আবারও জিদানকে বড় জয় উপহার রোনালদোদের

রাফায়েল বেনিতেজকে সরিয়ে জিনেদিন জিদানের হাতে দায়িত্ব দেয়ার পরই যেন উড়তে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। প্রথম ম্যাচেই দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৫-০ গোলে জিদানকে জয় উপহার দিয়েছিল লজ ব্লাঙ্কোজরা। দ্বিতীয় ম্যাচেও একই ধারা অব্যাহত রাখলো রোনালদো, বেল এবং বেনজেমারা। এবার স্পোর্টিং গিজনকে ৫-১ গোলে বিধ্বস্ত করলো রিয়াল মাদ্রিদ।দেপোর্তিভোর সঙ্গে এই ম্যাচের পার্থক্য হলো ওই ম্যাচে ৫ গোলের একটিও করতে পারেননি রোনালদো। তবে এই ম্যাচে স্পোর্টিংয়ের বিপক্ষে জোড়া গোল করেছেন রোনালদো। জোড়া গোলে তার সঙ্গী হয়েছেন বেনজেমাও। বাকি গোলটি এলো গ্যারেথ বেলের। অর্থাৎ, রিয়ালের বিখ্যাত বিবিসি জ্বলে উঠলেন একসঙ্গে এবং তাতে বিধ্বস্তই হলো স্পোর্টিং গিজন।সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে ৫ বার বল জড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে হজম করেছিল একটা। এই জয়ে ফলে আপাতত বার্সেলোনার উপরে উঠে এসেছে রোনালদোরা। ২০ ম্যাচ শেষে তাদের অর্জন ৪৩ পয়েন্ট। ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তিনে বার্সা। তবে, কিছুক্ষণ পরেই (এ রিপোর্ট লেখা পর্যন্ত) অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে মেসিদের বার্সা। ওই ম্যাচের পর আবার ওলট-পালট হয়ে যাবে হিসাব-নিকাশ।বার্নাব্যুতে প্রায় ৭০ হাজার দর্শকের সামনে ম্যাচের ৭ম মিনিটেই এগিয়ে যায় রিয়াল। টনি ক্রুসের নেয়া কর্নার কিক থেকে ভেসে আসা বলে মাথা ছোঁয়ান গ্যারেথ বেল। প্রায় ৬ গজ দূর থেকে নেয়া হেডে তিনি ভেদ করেন স্পোর্টিংয়ের জাল। ১-০ তে এগিয়ে যায় রিয়াল।দুই মিনিট যেতে না যেতে আবারও গোল। এবার গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো। আগেরদিন যে কোচ জিদান তার প্রশংসা করেছিলেন, সেটার মান রাখলেন সিআর সেভেন। করিম বেনজেমার সহযোগিতায় বাঁ পায়ের দারুণ এক শটে স্পোর্টিংয়ের জালে বল জড়ান তিনি।তিন মিনিট যেতে না যেতে আবারও গোল। এবার গোলদাতা করিম বেনজেমা। গ্যারেথ বেলের ক্রস থেকে ডান পায়ের দারুণ এক শটে গোল করেন ফরাসি তারকা বেনজেমা। রিয়াল এগিয়ে যায় ৩-০ গোলে। এর ৬ মিনিট পর আবারও গোল। যেন গোলের বন্যায়ই বইয়ে দিল রিয়াল। ১৮ মিনিটের গোলটি এলো রোনালদোর পা থেকে। দানি কারভাজলের পাস থেকে বাঁ-পায়ের দুর্দান্ত শটে গোলটি করেন ক্রিশ্চিয়ানো। ৭-১৮, এই ১১ মিনিটের ব্যবধানে রিয়াল মাদ্রিদ এগিয়ে গেলো ৪-০ গোলের ব্যবধানে।খেলার ৪১ মিনিটে আবারও গোল। এবার গোলদাতা করিম বেনজেমা। ইসকোর ক্রস থেকে ফাঁকায় থাকা করিম বেনজেমা পেয়ে যান বল। সেটিই ডান পায়ের শটে স্পোর্টিংয়ের জালে বল জড়ান বেনজেমা। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে গেলো রিয়াল।দ্বিতীয়ার্ধে অবশ্য আর গোলের দেখা পেলো না রিয়াল। দ্বিতীয়ার্ধে অবশ্য মাঠ থেকে বেলকে তুলে হেসে রদ্রিগেজকে মাঠে নামান কোচ জিদান। ৬৫ মিনিটে বেনজেমাকে তুলে নেন তিনি। মাঠে নামান মাতেও কোভাসিসকে। তবে, গোল করতে না পারলেও উল্টো একটি হজম করে। খেলার ৬২ মিনিটে জনির ক্রস থেকে বল পেয়ে বাম পায়ের শটে রিয়ালের জালে বল জড়ান ইসমা লোপেজ।আইএইচএস/বিএ

Advertisement