সুনামগঞ্জে বন্যার পানিতে হাওরের ফসলের ক্ষতি হলেও দ্রব্যমূল্যের দাম বাড়বে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
Advertisement
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে হাওরের ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাহিদ ফারুক বলেন, ২-৩ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম, দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
তিনি বলেন, হাওরে যে ফসল তলিয়ে গেছে সেটা সারা দেশের খাদ্য সংকটের কোনো প্রভাব ফেলবে না। সুনামগঞ্জে এ বছর ২০১৭ সালের থেকেও বেশি পানি হয়েছে তবে বাঁধের কাজ ভালো হওয়ায় ক্ষতির পরিমাণ কম হয়েছে। তবে এখন পর্যন্ত পাঁচ হাজার হেক্টর ফসলের ক্ষতি হয়েছে।
Advertisement
এসময় সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
লিপসন আহমেদ/আরএইচ/এমএস