জোকস

আইনস্টাইনের মজার ঘটনা: তত্ত্বের সহজ সমাধান

বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ছিলেন খুবই রসিক মানুষ। একটু ভুলোমনা তবে সব সময় কথার মজা করতে ভালোবাসতেন।

Advertisement

একবার এক ছাত্র আইনস্টাইনকে জিজ্ঞেস করলো, গত বছর পরীক্ষায় যেসব প্রশ্ন পড়েছিল, এবারের পরীক্ষায়ও ঠিকঠিক ওই সব প্রশ্নই পড়েছে। ঠিক বলেছ। আইনস্টাইন বললেন, কিন্তু এ বছরের উত্তরগুলো আগেরবারের চেয়ে সম্পূর্ণ আলাদা!

আরেকটি ঘটনাএকবার এক অনুষ্ঠানে আইনস্টাইনকে জিজ্ঞেস করা হলো, আপনি একটু সহজ করে আপনার তত্ত্বটা আমাদের বোঝাবেন?আইনস্টাইন তখন এই গল্পটা শোনালেন। আমি একবার বন্ধুর সঙ্গে হাঁটছিলাম। বন্ধুটি ছিল অন্ধ। আমি বললাম, দুধ পান করতে ইচ্ছা করছে।

বন্ধুটি বললো, পান করা বুঝি, কিন্তু দুধ কী জিনিস? তখন তিনি তার বন্ধুকে বললেন, একটা সাদা তরল পদার্থ। তখন তার বন্ধু আবার বললো, তরল আমি বুঝি, কিন্তু সাদা জিনিসটা কী?

Advertisement

এবার আইনস্টাইন বললেন, বকের পালকের রং। তার বন্ধু বললো, পালক আমি বুঝি, কিন্তু বক কী? আইনস্টাইন বললেন, ঘাড় কুঁজো বা বাঁকানো ঘাড়ের এক পাখি। বন্ধু বললো,ঘাড় সে তো বুঝি। কিন্তু এই কুঁজো কথাটার মানে কী?

এরপর আর ধৈর্য থাকে, বলুন! আমি তার হাতটা ধরে এক ঝটকায় টানটান করলাম। বললাম, এটা এখন একদম সোজা, তাই না। তারপর ধরো, কনুই বরাবর এটা ভেঙে দিলাম। এবার তোমার হাতটা যেমন আছে সেটাকেই কুঁজো বা বাঁকানো বলে, বুঝলে? অন্ধ বন্ধু আহ! করে চিৎকার দিয়ে উঠলো আর বললো, এবার বুঝেছি, দুধ বলতে তুমি কী বুঝিয়েছ।

লেখা: সংগৃহীতছবি: সংগৃহীত

প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।

Advertisement

কেএসকে/জেআইএম