জাতীয়

‘ক্রেতাদের সঙ্গে এমন ব্যবহার করা উচিত নয় যেন কেউ ক্ষুব্ধ হয়’

টানা দুদিন দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও তুমুল সংঘর্ষের প্রেক্ষিতে ঢাকা কলেজ শিক্ষার্থী এবং নিউমার্কেটের ব্যবসায়ীদের আচার-ব্যবহার আরও ভালো করার পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

Advertisement

তিনি বলেছেন, ব্যবসায়ী ও হকারদের বলতে চাই, ক্রেতাদের সঙ্গে এমন কোনো ব্যবহার করা উচিত নয় যেন শিক্ষার্থীদের মতো কেউ ক্ষুব্ধ হয়। আবার শিক্ষার্থীদের বলতে চাই, ব্যবসায়ীদের সন্তানেরাও স্কুল-কলেজে পড়ালেখা করে৷ সবাই আমরা বাংলাদেশের নাগরিক। সবাই মিলে বিষয়টি আমরা সমাধান করি।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন।

ডিবি পুলিশের এ কর্মকর্তা বলেন, ঢাকা কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এ কলেজ থেকে যারা পাস করেছেন তাদের অনেকেই বাংলাদেশসহ বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ স্থানে নেতৃত্ব দিচ্ছেন। ব্যবসায়ীরা ব্যবসা করবেন। সারাবছর বেচাকেনা যেটুকুই হোক, তারা ঈদকে কেন্দ্র করে টার্গেট থাকেন৷

Advertisement

তিনি বলেন, রমজানের মাস, সিয়াম সাধনার মাস। এ মাসটি শিক্ষা দেয়, আমরা যেন সমঝোতায় থাকি। সহমর্মিতায় থাকি। করোনা মহামারির কারণে বছরজুড়েই ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেননি৷ অনেকেই এসব মার্কেট থেকে চাকরিচ্যুত হয়েছেন, তারা আবার নিয়োগও পেয়েছেন, তাদের সংসার এখন ভালো চলবে। ক্রেতা-বিক্রেতা সবাইকে নিয়েই মার্কেট চলবে।

ডিবিপ্রধান বলেন, সোমবার রাতে শুরু হওয়া শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষ এক পর্যায়ে রক্তক্ষয়ী পরিস্থিতির জন্ম দেয়। উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। সাংবাদিকসহ পুলিশ সদস্যরাও আহত হন। যে কোনো রাইট কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে পুলিশের কাজ হলো নিবৃত্ত করা। নিবৃত্ত করতে প্রথমে নেগোসিয়েশনে যেতে হয়।

সংঘর্ষ চলাকালে নিউমার্কেট এলাকায় রাবার বুলেট ছোড়ার নির্দেশ দেন এডিসি হারুন অর রশীদ, এ বিষয়ে জানতে চাইলে এ কে এম হাফিজ আক্তার বলেন, বিষয়টি তাৎক্ষণিক কী হয়েছিল তা এখনই বলা যাবে না। তবে বিষয়টির দ্রুত সমাধান হওয়া উচিত।

দুদিনের সংঘর্ষে এ পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমের ১১ জন সাংবাদিক, ঢাকা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী এবং ২৫ জন পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের ঘটনায় নাহিদ (১৮) নামের এক কুরিয়ার সার্ভিসকর্মী মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

Advertisement

তবে বুধবার সকাল থেকে পরিস্থিতি অনেকটাই শান্ত। নিউমার্কেটসহ আশপাশের এলাকার সব সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়েছে।

টিটি/এমকেআর/জেআইএম