শিক্ষা

চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজের শতবর্ষ উদযাপন

শতবর্ষে পদার্পণ করলো ঐতিহাসিকভাবে পরিচিত দক্ষিণাঞ্চলের জেলা বাগেরহাটের চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজ। গত বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্যদিয়ে বিদ্যালয় প্রঙ্গণে শতবার্ষিকী উদযাপন করা হয়।এর আগে চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজের স্বর্ণালী শতবর্ষ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানমালার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু।পুরাতন ছাত্র-ছাত্রী ও নবাগতদের পদচারণায় বিদ্যালয় মাঠে শতবর্ষ পূর্তির এই অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয়। ১৩ জানুয়ারি রাতে কেক কেটে মোমবাতি প্রজ্জ্বলন ও আতশবাজি উৎক্ষেপণের মাধ্যমে চিরুলিয়া স্কুলের স্বর্ণালী শতবর্ষ উদযাপনের শুভ সুচনা হয়। বিকেলে জাতীয় পতাকা উত্তোলন,পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের পর্ব শুরু হয়।অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়। এছাড়াও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত ব্যক্তিগত সচিব ফিরোজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন।তাছাড়া জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অতিরিক্তি সচিব কমল কৃষ্ণ ভট্টাচার্য, কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী সদস্য ও অশোক কুমার দে, সরদার মাসুদুল ইসলাম, শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক আবতাব হোসেন, চিরুলিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ তামজীদ হোসেন প্রমুখ।এসকেডি/বিএ

Advertisement