খেলাধুলা

ফাইনালে ওঠার লক্ষ্যেই মাঠে নামবেন মামুনুলরা

প্রাথমিক লক্ষ্যটা আপাতত পূরণ হয়েছে বাংলাদেশের। সাফের মহাব্যর্থতা কাটিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দারুণ সূচনা। একই সঙ্গে সাফ ব্যর্থতা ঘোচানো। সেই লক্ষ্যটা পূরণ করে এখন শিরোপার লক্ষ্যে ছোটার অপেক্ষা মামুনুলদের। সেই লক্ষ্যে প্রথম বাধা বাহরাইন।সোমবার সন্ধ্যা সাড়ে ৫টায় প্রথম সেমিফাইনালে বাহরাইনের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল এবং মারুফুল হক জানিয়েছেন, ফাইনালে ওঠার লক্ষ্যেই মাঠে নামবেন তারা।বাহরাইন এমনিতেই খুব শক্তিশালী একটি দল। তবে, এই দলটিকেই যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে ঠেকিয়ে দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। সেই আত্মবিশ্বাস বুকে নিয়েই বাহরাইনকে পরাস্ত করার পরিকল্পনা আঁটছেন বাংলাদেশ দলের অধিনায়ক এবং কোচ। মামুনুল সেই কৌশলটা জানিয়েও দিলেন। বললেন, ‘যতো দ্রুত গোল পাওয়া যাবে, আত্মবিশ্বাসের দিক থেকে এগিয়ে থাকা যাবে। যা ম্যাচ জিতে ফাইনালে যাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে পারে। সুতরাং ম্যাচে কোনো সুযোগ নষ্ট করতে চাই না।’রোববার বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনাল ম্যাচকে সামনে রেখে রোববার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কৌশলের কথা জানান বাংলাদেশ দলের অধিনায়ক। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আবদুস সালাম মুর্শেদী, দলের ম্যানেজার ইলিয়াস হোসেন, টিম লিডার আজমল হোসেন তপন ও প্রধান কোচ মারুফুল হক।সাফের ব্যর্থতা কাটিয়ে ওঠার কথা জানিয়ে মামুনুল বলেন, ‘সাফে ব্যর্থতার চাপ কাটিয়ে উঠতে আমাদের প্রথম ম্যাচ জেতা দরকার ছিল, জিতেছি। সেমিফাইনালে যাওয়া দরকার ছিল সেটাও করেছি। এবার আমাদের সামনে একটাই লক্ষ্য, আর সেটি হলো ফাইনাল নিশ্চিত করা।’বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল বলেন, ‘দিন দিন আমরা উন্নতি করছি। প্রত্যেক ম্যাচেই বল দখলের লড়াইয়ে আমরা এগিয়ে ছিলাম। তবে শেষ দুটি ম্যাচে ভালো কিছু সুযোগ মিস হয়েছে আমাদের। সেমিফাইনালে এমন সুযোগ মিস করা যাবে না। প্রথম সুযোগটাই যাতে কাজে লাগাতে পারি সেই প্রচেষ্টা থাকবে। যাতে ম্যাচের শুরুতেই আমরা এগিয়ে থাকতে পারি। আর শুরুতে গোল পেলে আত্মবিশ্বাসও বাড়বে।’সাফে ব্যর্থতার পর যে চাপ ছিল মূলত তা কাটিয়ে ঊঠতেই তারা প্রাণপণ চেষ্টা করছেন বলে জানান মামুনুল। তিনি বলেন, ‘সাফের পর সবদিক থেকেই আমাদের প্রতি একটা চাপ ছিল। চাপ সত্ত্বেও কিভাবে ভালো খেলা যায় সেই চেষ্টা আমরা করেছি। আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল সেমিফাইনাল খেলা। সেটা হয়েছে। এখন ফাইনালে যেতে চাই। চাপ আছে বলেই আমাদের মধ্যে ভালো করার একটা তাড়না তৈরি হয়েছে।’জয়ের প্রত্যাশা জানিয়ে কোচ মারুফুল হক, ‘টুর্নামেন্ট শুরুর আগে বলেছিলাম, আমরা সেমিফাইনালে খেলবো। করে দেখিয়েছি। এখন বলছি আমরা ফাইনালে খেলবো। আশা করছি, আমাদের ছেলেরা সেটাও করে দেখাবে।’আইএইচএস/বিএ

Advertisement