প্রথম দুই ম্যাচেই দলের সর্বোচ্চ রান সংগ্রাহক সাব্বির রহমান। ৪৬ রানের ইনিংসের পর এদিন ৪৩ রান করে অপরাজিত থাকেন তিনি। শুধু তাই নয় বল হাতেও মাত্র ১৩ বলেই করেই পেয়েছেন তিন উইকেট। সাব্বিরের এমন অলরাউন্ড পারফরমেন্সে দারুণ উচ্ছ্বসিত দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচে শেষে তাই অধিনায়কের বাহবা পেলেন সাব্বির।রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘সে (সাব্বির) সবসময়ই ভালো খেলছে। বিপিএলের প্রথম দিকে স্কোর করতে পারেনি। তারপর সেমিফাইনাল থেকে সে খুব ভালো করেছে। এখন সে খুব ভালো টাচে আছে। একই সাথে ওকে বলেছি, বোলিংটাও একটু দেখতে। একজন ব্যাটসম্যান যদি বোলিংটাও পারে তা থেকে সবসময়ই একটু এডভান্টেজ পাওয়া যায়। শুধু তার জন্যই না পুরো দলের জন্যই। ব্যাটসম্যান হিসাবে সে আপ টু দ্যা মার্ক রয়েছে। সেই সাথে বোলিংটাও ভালো করছে সে। এভাবে যদি বল করে সাহায্য করতে পারে তাহলে তা দলের খুবই ভালো হবে।’এর আগে নাসিরকে নিয়মিত বল করার উৎসাহ দিয়ে দারুণ কার্যকরী বানিয়েছিলেন মাশরাফি। একই ধারাবাহিকতায় সাব্বিরকে কতটুকু উৎসাহ দেন? এই প্রসঙ্গে বলতে গিয়ে অধিনায়ক বলেন, ‘অবশ্যই তাকে উৎসাহ দেওয়া হচ্ছে। কারণ সে যে বলটা করে তা লেগ স্পিন। এটা বিশ্ব ক্রিকেটে খুব কম জনই করে। ক্ল্যাসিকাল বলতে যা বোঝায় শেন ওয়ার্ন বা অন্য যারা ছিল তাদের মত হয়তো পারে না। তারপরেও লেগ স্পিনার উইকেট টেকিং বোলার। ও যদি এটা নিয়মিত করতে পারে এটা ওর জন্য যত সুবিধা তেমনি দলের জন্যও।’আরটি/আইএইচএস/পিআর
Advertisement