দেশজুড়ে

ডুবন্ত ১৫ জনকে প্রাণে বাঁচালেন জেলে

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক জেলের কারণে নদীতে ডুবতে থাকা ৫ শিশুসহ ১৫ নৌকা যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন। রোববার দুপুরে উপজেলার বকুলতলা খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীতে এ ঘটনা ঘটে।আহতদের সূত্রে জানা গেছে, উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামের আশ্রাব আলী শরীফ ও আকলিমা বেগমসহ ওই এলাকার ৫ জন নারী তাদের প্রতিবন্ধী ৫ শিশুকে নিয়ে উপজেলা সমাজসেবা অফিসে যান।উপজেলা সমাজ সেবা অফিস থেকে তাদেরকে স্থানীয় বাহেরচর হাসপাতালের টিএইচওর কাছ থেকে সনাক্তকরণ সার্টিফিকেট আনতে বলা হয়। তারা তাদের শিশু সন্তানদের নিয়ে বকুলতলা ঘাট দিয়ে ছোট্ট ডিঙ্গি নৌকা যোগে বাহেরচর হাসপাতালে রওনা দেয়। অতিরিক্ত বোঝাইয়ের কারণে নদীর মধ্যে গিয়ে ১৫ জন যাত্রী বোঝাই নৌকাটি ডুবে যায়। কিছুটা দূরে থাকা নান্নু নামের এক জেলে ঘটনা দেখতে পেয়ে তার জাল নদীতে কেটে দিয়ে দ্রুত প্রতিবন্ধী ৫ শিশুসহ ১৫ জন যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এদের মধ্যে আশ্রাব আলী শরীফ ও আকলিমা বেগম গুরুতর অসুস্থ হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।উপজেলা সমাজ সেবা অফিসার মো. কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি আজ অন্য উপজেলায় দ্বায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে প্রতিবন্ধীদের ক্ষেত্রে সনাক্ত সার্টিফিকেট আনতে হবে।বাবুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, নৌকা ডুবির ঘটনা তিনি শুনেছেন। তবে সবাই অক্ষত অবস্থায় তীরে উঠতে সক্ষম হয়েছে। কোনো হতাহতের ঘটনা না ঘটায় ফোর্স পাঠানো হয়নি।সাইফ আমীন/ এমএএস/পিআর

Advertisement