বিনোদন

মা হলেন অভিনেত্রী কাজল আগারওয়াল

দক্ষিণ ভারতীয় সিনেমা ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে অভিনেত্রী পুত্র সন্তানের জন্ম দেন।

Advertisement

ভারতের বিনোদনভিত্তিক পোর্টাল বলিউড বাবল এই তথ্য নিশ্চিত করেছে। তবে অফিশিয়ালি এই তারকা অভিনেত্রী কিংবা তার স্বামীর পক্ষে কেউ কিছু জানায়নি।

এ খবর প্রকাশ হওয়ার পর নেটিজেনদের পাশাপাশি কাজল আগারওয়াল এবং তার স্বামী গৌতম কিচলুকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারা।

চলতি বছরের জানুয়ারিতে কাজলের স্বামী গৌতম কিচলু সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজলের মা হতে যাওয়ার খবর জানিয়েছিল ভক্তদের।

Advertisement

২০২০ সালের ৩০ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক ব্যবসায়ী গৌতম কিচলুকে বিয়ে করেন তেলেগু সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা কাজল আগারওয়াল।

এমআই/এলএ/এএসএম