সাম্প্রতিক সময়ে নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসনশিল্পে আবারও কালোছায়া তৈরি করেছে বলে জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল)।
Advertisement
তিনি বলেন, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে আগামীতে ফ্ল্যাটের দাম বৃদ্ধি পাবে যা মধ্যবিত্তের আওতার বাহিরে চলে যাবার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের সেনামালঞ্চে (কনভেনশন হল) রিহ্যাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এসব মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। তিনি বলেন, সবার জন্য নিরাপদ আবাসনের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আবাসন খাতে নানাবিধ সমস্যা রয়েছে।
Advertisement
আবাসন খাতে রিহ্যাবের অবদানের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আবাসন খাতের সমস্যা ফলপ্রসূ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। আবাসন ও লিংকেজ শিল্প রক্ষায় সরকার কাজ করবে বলেও জানান তিনি। এ সময় সবাইকে বিল্ডিং কোড অনুসরণ করে ভবন তৈরির কথা বলেন শরীফ আহমেদ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক সময়ে নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির ফলে আগামীতে ফ্ল্যাটের দাম বৃদ্ধি পাবে। এ সময় আসন্ন জাতীয় বাজেটে বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ, সেকেন্ডারি বাজারব্যবস্থা প্রচলন ও একটি বিশেষ তহবিল গঠনের দাবি জানান তিনি।
স্বাগত বক্তব্যে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইন্তেখাবুল হামিদ আবাসন খাতে প্রতিষ্ঠানটির বিভিন্ন অবদান তুলে ধরেন। তিনি বলেন, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির ফলে নতুন প্রকল্পে ৫০:৫০ অনুপাতে ডেভেলপারের জন্য প্রতি বর্গফুটে প্রায় ৭০০ থেকে ৮০০ টাকা অতিরিক্ত খরচ বাড়বে।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট-২ নজরুল ইসলাম (দুলাল), ভাইস প্রেসিডেন্ট-৩ লায়ন শরীফ আলী খান, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানাসহ অন্যান্য শীর্ষ নেতা ও রিহ্যাবের প্রায় এক হাজার সদস্য প্রতিনিধি, রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং বিভিন্ন বিজনেস সংগঠনের শীর্ষ নেতারা। অনুষ্ঠানে আলোচনা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
Advertisement
ইএআর/এমপি/এমএস