ক্যাম্পাস

ঢাবি সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নৌবিহার ২৯ জানুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রীতি সম্মিলন ও নৌবিহার -২০১৬ আগামী ২৯ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে আরো বলা হয়, সদর ঘাট লঞ্চ টর্মিনাল হতে ওইদিন সকাল ৭ টা ৩০ মিনিটে যাত্রা শুরু করা হবে। চাঁদার হার নিম্নোক্ত হারে নির্ধারণ করা হয়েছে : সদস্য, বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও স্পাউজ ৬০০ টাকা এবং সন্তান ও বর্তমান ছাত্র-ছাত্রী ৪০০ টাকা।রেজিস্ট্রেশনের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে আগামী ২০ জানুয়ারির মধ্যে রেজাউল হাসান আকন্দ (০১৮১১২৫৮৭৮৭), কাজী রওনাক হোসেন (০১৮১৯২১৬৭০১), কাজী মোয়াজ্জেম হোসেন (০১৭১২০৫৯৭৮৭), ড. কামাল উদ্দীন জসীম (০১৭৫৫৫৪২৮৭৮), মীর মাসরুরজ্জামান রনি (০১৫৫২৩৬৫৫৪২), তারিকুল ইসলাম খান রবিন (০১৭১২১৬৩৪৩৪) এবং  আনোয়ারুল আজিম (০১৬৭৮৫৮২৮৪১) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। উল্লিখিত নম্বরসমূহসহ অসীম কুমার দাস (০১১৯৬০২৮৬২৪)-এর সাথে এ ব্যাপারে যোগাযোগ করা যেতে পারে বলেও জানানো হয়েছে। কোনো স্পট রেজিস্ট্রেশন করা যাবে না বলেও বিবৃতিতে জানানো হয়।রেজিস্ট্রেশন : ১৪ জানুয়ারি হতে প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট হতে রাত ৮টা পর্যন্ত ঢাবি টিএসসিতে রেজিস্ট্রেশন বুথ চালু থাকবে। সদস্যগণ এসময় তাদের চাঁদা জমা দিতে পারবেন। এসএইচএস/পিআর

Advertisement