বল হাতে মুস্তাফিজ কতটা বিধ্বংসী হতে পারে সেটা সবচেয়ে বেশি জানেন দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কারণ মুস্তাফিজ নামক এই মারণাস্ত্রের আবিস্কারক যে তিনি নিজেই! দলের প্রয়োজনে যখন যেখানে ব্যবহার করেছেন সেখানেই সফল মুস্তাফিজ। তাই বরাবরই মুস্তাফিজকে ‘ভিনগ্রহী’ বলে আসছিলেন অধিনায়ক। এদিন আরও একবার মুস্তাফিজকে বললেন সে তো ‘আউট অদ দ্যা ওয়ার্ল্ড’।রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুস্তাফিজ সম্পর্কে মাশরাফি বলেন, ‘মুস্তাফিজের সাথে আমার মনে হয় না বিশ্বের অন্য কোন বোলারের সাথে তুলনা চলে। কারণ আমি সবসময় বলে আসছি ও আউট অদ দ্যা ওয়ার্ল্ড। ওর সাথে কারো তুলনা করার সুযোগ নাই।’এদিন সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে রাখা হয়নি মাশরাফির ঘোষিত আউট অদ দ্যা ওয়ার্ল্ডকে। তবে তাকে দলে না রাখার কারণ হিসাবে অধিনায়ক বলেন, ‘আরেকজন বোলারকে দেখার জন্যই ওকে বিশ্রাম দেয়া হয়েছে। নতুনরা কেমন করছে। আর মুস্তাফিজ যা করবে তা আমি নতুনদের কাছে চাই না। কারণ সেটা হবে ওর জন্য অনেক বড় চাপ। তবে সবাইকে তো সুযোগ দিতে হবে। সামনে আরও বড় টুর্নামেন্টগুলা আসছে, আমার সেরা বিকল্প খুঁজে বের করতে হবেই।’পাশাপাশি মুস্তাফিজের ইনজুরির কথাও উল্লেখ করেন ম্যাশ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ মুহূর্তে মুস্তাফিজেরও একটু লেগেছে। জানি না ও কি অবস্থায় আছে। ওর আসলে পুরানো সমস্যা ছিল, কাঁধ এবং কনুই দুটাতেই। আশা করি ওরটাও তেমন গুরুতর কিছু না; কিন্তু এ মুহূর্তে অবশ্যই এটা খুব চিন্তার বিষয়।’উল্লেখ্য, অভিষেক হওয়ার পর থেকেই বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন মুস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করে এখন পর্যন্ত সিরিজের সেরা বোলার তিনি।আরটি/আইএইচএস/পিআর
Advertisement