নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যেই ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে মিছিল বের করেছেন সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা।
Advertisement
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বকশিবাজার থেকে আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নেন।
এসময় তাদের ‘ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, ভাই ভাই, ভাই ভাই/ আমরা যাচ্ছি তোমরা চলো, ঢাকা কলেজ রক্ষা করো/ ঢাকা কলেজের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দিতে দেখা যায়।
মাদরাসাটির শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে সংহতি জানিয়ে তারা ঢাকা কলেজ অভিমুখে সংহতি মিছিল নিয়ে যাচ্ছে।
Advertisement
মাদরাসার এক শিক্ষার্থী মাহমুদুল হাসান মাহমুদ জাগো নিউজকে বলেন, গতকাল সোমবার রাত থেকেই আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের ওপর ব্যবসায়ী ও পুলিশ চড়াও হয়েছে। আমরা চাই না কোনো ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হোক। সবসময়ই আমরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের পক্ষে আছি এবং থাকবো।
সোমবার (১৮ এপ্রিল) দিনগত রাতে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ধরে ব্যবসায়ীদের সংঘর্ষ চলে। রাত ১২টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে রাত আড়াইটা পর্যন্ত। মধ্যরাতে দুপক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এরপর মঙ্গলবার সকালে নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা আবারও অবস্থান নিলে ব্যবসায়ীদের সঙ্গে ফের সংঘর্ষ শুরু হয়। সকাল সাড়ে ১০টার পর নীলক্ষেত মোড় থেকে সায়েন্সল্যাব পর্যন্ত এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানেগ্যাস ছোড়ে পুলিশ। কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া যায়। সংঘর্ষের একপর্যায়ে বেলা ১১টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজের গেটে এবং ব্যবসায়ীরা চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের সড়কে অবস্থান নেয়।
Advertisement
বিকেল ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি চলছে। দুপক্ষই লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে। অনেকে হেলমেট পরে সংঘর্ষে জড়িয়ে পড়ছে।
টিটি/আরএসএম/এএএম/আল সাদী ভূঁইয়া/নাহিদ হাসান/এমকেআর/এমএস