ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকানকর্মীদের চলমান সংঘর্ষে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে নীলক্ষেতের রাস্তায় অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
Advertisement
বর্তমানে তারা নীলক্ষেত থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান করছেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টায় নীলক্ষেত মোড়ে এ চিত্র দেখা যায়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেওয়া ব্যবসায়ীদের ধাওয়া দিলে তারা সেখান থেকে চলে যান। পরে ঢাবি শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। তারা পুলিশের রায়ট কারে জুতা এবং পুলিশের গাড়িতে ইট ছুড়তে থাকেন।
Advertisement
সেখানে ডাকসুর সদস্য মাহমুদুল হাসান পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেন, ‘আপনি নির্দেশ দিয়েছেন ঢাকা কলেজে গুলি করার। আপনি ব্যবসায়ীদের পক্ষ নিয়েছেন।’
এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন নেতাদের সেখানে দেখা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসময় ‘ঢাকা কলেজে হামলা কেন, প্রশাসন জবাব চাই’- সক নানান ধরনের স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল থেকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এরপর শুরু হয় সংঘর্ষ। সকাল সাড়ে ১০টার পর নীলক্ষেত মোড় থেকে সায়েন্সল্যাব পর্যন্ত এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলে।
Advertisement
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া যায়।
সংঘর্ষের এক পর্যায়ে বেলা ১১টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কলেজের গেটে এবং ব্যবসায়ীরা চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের সড়কে অবস্থান নেন।
ইটপাটকেল ছোড়াছুড়ি চলছে উভয়পক্ষের মধ্যে। উভয়পক্ষই ইটপাটকেল, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান করছে। তাদের মধ্যে অনেকেই হেলমেট পরে সংঘর্ষে জড়ান।
আল সাদী ভূঁইয়া/এমএইচআর/জেআইএম