বিএনপির দাবি অযৌক্তিক উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী নয়, দল ও জাতির স্বার্থে খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্র রায়দের রাজনীতি থেকে পদত্যাগ করা উচিত। তিনি বলেন, বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে। সেটি তাদের ব্যর্থতা। জনগণ বিএনপির আন্দোলন-সংগ্রাম প্রত্যাখান করেছে। কর্মসূচি ঘোষণা করলে রাজপথে দলের নেতাকর্মীদের দেখা মেলেনা। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। মানুষ বাংলাদেশকে নিয়ে গর্ববোধ করছে। বিএনপির আন্দোলন-সংগ্রামের মধ্যে জনগণ নেই। রোববার দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আ ক ম শাহাব উদ্দিন ফরায়েজীর পরিবারের সদস্যদের সঙ্গে একান্ত সাক্ষাৎ শেষে পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট ভাঙার জন্য সরকার ষড়যন্ত্র করছে- বিএনপির নেতাদের এমন অভিযোগের জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির শত্রু এখন বিএনপি নিজেই। তাদের ভাঙার জন্য তারা নিজেরাই যথেষ্ট। আওয়ামী লীগের প্রয়োজন নেই।উল্লেখ্য, গত বছরে রাতের আঁধারে কে বা কারা নির্মম নির্যাতন করে পেকুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজীকে হত্যা করে মরদেহ স্থানীয় ডোবায় ফেলে চলে যায়। সায়ীদ আলমগীর/এআরএ/পিআর
Advertisement