খেলাধুলা

আইপিএলের প্রথম হ্যাটট্রিক করলেন চাহাল

অবিশ্বাস্য বোলিংয়ে আইপিএলের চলতি আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নিলেন ভারতের তারকা লেগস্পিনার ইয়ুজভেন্দ্র চাহাল। রাজস্থান রয়্যালসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এ কীর্তি গড়লেন তিনি।

Advertisement

কলকাতার ইনিংসের শেষ তিন বলে যথাক্রমে শ্রেয়াস আইয়ার, শিভাম মাভি ও প্যাট কামিন্সকে আউট করে হ্যাটট্রিক পূরণ করেন চাহাল। একই ওভারের প্রথম বলে ভেংকটেশ আইয়ারকেও আউট করেছিলেন চাহাল।

সবমিলিয়ে আইপিএল ইতিহাসের এটি ২১তম হ্যাটট্রিক। রাজস্থানের পঞ্চম বোলার হিসেবে এই হ্যাটট্রিকটি করলেন চাহাল। আইপিএলের আর কোনো দলের এতোগুলো হ্যাটট্রিকের রেকর্ড নেই।

মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে রাজস্থানের করা ২১৭ রানের জবাবে সমানে সমান লড়ছিল কলকাতা। ইনিংসের ১৬ ওভারেই তারা করে ফেলে ৪ উইকেটে ১৭৮ রান। ফলে শেষ ৪ ওভারে বাকি আর মাত্র ৪০ রান।

Advertisement

তখন রান থামানোর পাশাপাশি উইকেট নেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে বোলিংয়ে আনা হয় চাহালকে। অথচ তিনি নিজের প্রথম ৩ ওভারে দিয়ে ফেলেছিলেন ৩৮ রান। ফলে রাজস্থানের জন্য বড় এক জুয়াই ছিল এই ওভারটি।

সেই জুয়ায় একশতে একশ নম্বরই তুলে নিয়েছেন চাহাল। তিনি ওভারের প্রথম বলেই স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন দুই ওভার আগে উইকেটে আসা ভেংকটেশ আইয়ারকে। পরের দুই দেন একটি সিঙ্গেল ও একটি ওয়াইড।

পরে ওভারের চতুর্থ বলে নেন ইনিংসের সবচেয়ে বড় উইকেটটি। দুর্দান্ত ব্যাটিংয়ে ৫০ বলে ৮৫ রান নিয়ে খেলতে থাকা কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ার আউট হন লেগ বিফোর উইকেটে। পরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে ধরা পড়েন শিভাম মাভি।

ওভারের পাঁচ বলে মাত্র দুই রান দিয়ে ৩ উইকেট নিয়ে তখন আকাশে উড়ছেন চাহাল। তবু বাকি ছিল আরও চমকের। হ্যাটট্রিক বলে তিনি প্যাট কামিন্সকে কট বিহাইন্ড করেই মাতেন উন্মাতাল উদযাপনে। মাত্র দুই রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচটি রাজস্থানের দিকে এনে দেন চাহাল।

Advertisement

মাখায়া এনটিনি ও প্রবীন তাম্বের পর কলকাতার বিপক্ষে তৃতীয় বোলার হিসেবে আইপিএলে হ্যাটট্রিক করলেন চাহাল। এছাড়া অজিত চান্দিলা, প্রবীন তাম্বে, শেন ওয়াটসন ও শ্রেয়াস গোপালের পর রাজস্থানের পঞ্চম বোলার হিসেবে এই কীর্তি দেখালেন তিনি। রাজস্থানের ৭ রানের জয়ে চাহালের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

এসএএস/এএএইচ