মালয়েশিয়ার পেরাক প্রদেশের মূখ্যমন্ত্রী ড. জেমরি কাদেরের নেতৃত্বে ১৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার দুপুরে খন্দকার মোশাররফ হোসেনের দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।সাক্ষাৎকালে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের মধ্যে দারিদ্র বিমোচন অন্যতম। “একটি বাড়ি, একটি খামার” প্রকল্পের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে সঞ্চয়মুখী করে তাদের পূঁজি গঠনের জন্য প্রতিটি দরিদ্র পরিবারকে তাদের নিজস্ব সঞ্চয়ের বিপরীতে প্রকল্প থেকে মাসে ২০০ টাকা হিসেবে ২৪০০ টাকা অনুদান প্রদান করা হয়। মূখ্যমন্ত্রী দেশের সার্বিক অগ্রগতিতে বর্তমান সরকারের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের অভিজ্ঞতাকে তার দেশের দারিদ্র বিমোচন কাজে আসবে বলেও উল্লেখ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পেরাক প্রদেশের প্রতিমন্ত্রী সারনি বিন মোহাম্মদসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্যগণ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এম. এ. কাদের সরকার, স্থানীয় সরকার বিভাগের সচিবের দায়িত্ব প্রাপ্ত মো. সিরাজুল ইসলাম প্রমুখ।আরএম/এসকেডি/আরআইপি
Advertisement